ট্রাফিক কাকে বলে? ট্রাফিক কত প্রকার ও কি কি?

বিভিন্ন সময় আমরা ট্রাফিক বা ট্রাফিক জ্যাম নামক শব্দ গুলোর সাথে পরিচিত হই। কিন্তুু হঠাৎ করে কেউ যদি প্রশ্ন করে যে, ট্রাফিক কাকে বলে?

তখন আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারিনা। তাই আজ আমি আপনাকে ট্রাফিক কাকে বলে ও ট্রাফিক কত প্রকার সে সম্পর্কে সঠিক তথ্য গুলো জানিয়ে দিবো। 

ট্রাফিক কাকে বলে?

তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে, ট্রাফিক কাকে বলে। তাহলে আমি এক কথায় সেই প্রশ্নের উত্তরে বলবো।

যখন কোন নির্দিষ্ট রুট বা রাস্তা দিয়ে ভিন্ন ভিন্ন যানবাহন চলাচল করবে। তখন তাকে বলা হবে, ট্রাফিক।

যেমন ধরুন, আমরা যে উড়োজাহাজ দেখি, সেগুলো এয়ার লেন এর মাধ্যমে চলাচল করে। আবার বাস, ট্রাক, মোটরসাইকেল চলাচল এর জন্য রাস্তা ব্যবহার করে। 

ঠিক একইভাবে যখন কোন নির্দিষ্ট যানবাহন নির্দিষ্ট একটি রুট দিয়ে চলাচল করবে। তখন তাকে বলা হবে, ট্রাফিক।

আর ট্রাফিক মূলত যানজট পূর্ন কিংবা সাবলীল এই দুইটি পদ্ধতি তে সম্পন্ন হয়ে থাকে। তো আশা করি, ট্রাফিক কাকে বলে সে সম্পর্কে আপনি সঠিক ধারনা পেয়ে গেছেন। 

ট্রাফিক আইন কাকে বলে?

যখন আপনি রাস্তায় কোন যানবাহন এর চালক হিসেবে থাকবেন। তখন সেই যানবাহন কে চালনা করার জন্য আপনাকে বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আর সেই নিয়ম কানুন গুলো কে বলা হয়, ট্রাফিক আইন।

যেমন ধরুন, আপনি যখন মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হবেন। তখন আপনার সাথে গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ইত্যাদি রাখতে হবে। 

তবে এটা শুধু মোটরসাইকেল এর জন্য নয়। বরং সব যানবাহন এর জন্য নির্দিষ্ট ট্রাফিক আইন রয়েছে।

আর একজন চালক হিসেবে যখন আপনি ট্রাফিক আইন মান্য করবেন না। তখন আপনাকে ট্রাফিক পুলিশ কর্তৃক শাস্তি কিংবা জরিমানা করা হবে। 

ট্রাফিক কত প্রকার ও কি কি?

আপনারা অনেকেই গুগলে ট্রাফিক কত প্রকার সেটি জানার জন্য সার্চ করেন। আর যারা এই বিষয় টি জানার জন্য সার্চ করেন।

তাদের বলে রাখি যে, ট্রাফিক এর কোন প্রকারভেদ নেই। বরং আমরা ট্রাফিক সিগন্যাল এর প্রকারভেদ দেখতে পারবো।

আমরা ট্রাফিক সাইন এর প্রকারভেদ দেখতে পারবো। কিন্তুু আমরা কখনই ট্রাফিক এর প্রকারভেদ খুজে পাবো না। 

তাই এবার আমাদের জানতে হবে যে, ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি। তো চলুন এবার সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক। 

ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি?

ট্রাফিক কি সেটি জানার পর আপনি যদি ট্রাফিক সাইন এর প্রকারভেদ জানতে চান। তাহলে আমি আপনাকে বলবো যে, ট্রাফিক সাইন কে প্রধানত ০২ টি ভাগে ভাগ করা সম্ভব।

আর সেই ট্রাফিক সাইন এর প্রকারভেদ গুলো হলো,

  1. দৃশ্যমান ট্রাফিক সাইন,
  2. অদৃশ্যমান ট্রাফিক সাইন,

তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ট্রাফিক সাইন আবার দৃশ্যমান, অদৃশ্যমান হয় কিভাবে। তাহলে শুনুন…..

দৃশ্যমান ট্রাফিক সাইন কাকে বলে? 

আমরা সচারচর যে সকল ট্রাফিক সাইন কে নিজের চোখে দেখতে পারি। সেই সাইন গুলো কে বলা হয়, দৃশ্যমান ট্রাফিক সাইন।

যেমন, আমরা রাস্তার মাঝে বিভিন্ন ট্রাফিক লাইট দেখতে পাই। আবার আমরা রাস্তায় চলাচল করা যানবাহন এর মধ্যে অনেক ইন্ডিকেটিং লাইটিং দেখি। তো এগুলোই হলো দৃশ্যমান ট্রাফিক সাইট এর মধ্যে অন্তর্ভুক্ত। 

অদৃশ্যমান ট্রাফিক সাইন কাকে বলে?

সহজ কথায় আমরা যে সকল ট্রাফিক সাইন কে কখনও চোখে দেখতে পারবো না। সেগুলো কে বলা হবে, অদৃশ্যমান ট্রাফিক সাইন।

যেমন, আমরা বিভিন্ন যানবাহন এর মধ্যে হর্ণ এর শব্দ শুনতে পাই। কিন্তুু সেই শব্দ কে আমরা কখনই চোখে দেখতে পারবো না। তো এই ধরনের সাইন কে বলা হয়, অদৃশ্যমান ট্রাফিক সাইন। 

ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?

আচ্ছা আমরা এতক্ষন থেকে জানলাম ট্রাফিক কাকে বলে এবং ট্রাফিক সাইন কত প্রকার। তো এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে, ট্রাফিক সিগন্যাল কত প্রকার।

তাহলে কি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? থাক, আপনাকে উত্তর দিতে হবেনা, বরং আমি আপনাকে বলছি ট্রাফিক সিগন্যাল কত প্রকার ও কি কি। 

সাধারনত ট্রাফিক সংকেত কে মোট তিন (০৩) টি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন,

  1. ট্রাফিক শব্দ সংকেত,
  2. ট্রাফিক আলো সংকেত,
  3. ট্রাফিক বাহুর সংকেত,

তো আমরা যে তিন ধরনের ট্রাফিক সিগন্যাল দেখতে পাই। তার তালিকা উপরে দেখতে পাচ্ছেন। চলুন এবার তাহলে সেই ট্রাফিক সংকেত গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক। 

ট্রাফিক বাহুর সংকেত কি?

আমরা বিভিন্ন যানবাহন এর মধ্যে চলাচল করার সময়। ট্রাফিক পুলিশ, যানবাহন নিয়ন্ত্রনকারী ব্যক্তি এবং ট্রাফিক অফিসার অনুমোদিত ব্যাক্তিদের কাছ থেকে যে সংকেত গুলো পাই। তাকে বলা হয়, ট্রাফিক বাহুর সংকেত। 

ট্রাফিক আলোর সংকেত কি?

যখন বিভিন্ন ধরনের আলোর ব্যবহার করে ট্রাফিক সংকেত প্রদান করা হয়। তখন তাকে বলা হবে, ট্রাফিক আলোর সংকেত।

যেমন, আমাদের দেশের মধ্যে ট্রাফিক সিগন্যাল প্রদান করার জন্য লাল, সবুজ ও হলুন আলো ব্যবহার করা হয়। 

ট্রাফিক শব্দ সংকেত কি?

যখন রাস্তায় চলাচল করা যানবাহন গুলোকে শব্দের মাধ্যমে সংকেত প্রদান করা হয়। তখন সেই সংকেত কে বলা হবে, ট্রাফিক শব্দ সংকেত। 

রোড সাইন কাকে বলে?

আমরা অনেকেই রোড সাইন কাকে বলে তা জানতে চাই। তো আমরা সাধারনত যে সকল ট্রাফিক সাইন দেখতে পাই।

সেগুলোকে ইংরেজি ভাষায় ভিন্ন নাম হিসেবে রোড সাইন শব্দটির ব্যবহার করা হয়। আর এই রোড সাইন কে দৃশ্যমান ও অদৃশ্যমান এই দুটি ভাগে ভাগ করা হয়। 

মহাসড়ক সংকেত কাকে বলে কত প্রকার ও কি কি?

ট্রাফিক সংকেত কে বলা হয়, মহাসড়ক সংকেত। আর এই মহাসড়ক সংকেত কে মোট তিনটি ভাগে ভাগ করা হয়। যেমন, আলোর মহাসড়ক সংকেত, শব্দের মহাসড়ক সংকেত এবং বাহুর মহাসড়ক সংকেত। 

তথ্যমূলক চিহ্ন কি?

আমরা রাস্তায় যানবাহন চলাচল করার সময় যে সকল সাইনবোর্ড কিংবা ব্যানারে যে সকল ট্রাফিক সাইন দেখতে পাই।

সেগুলো কে বলা হয়, তথ্যমূলক চিহ্ন। কেননা, রাস্তায় থাকা এই চিহ্ন গুলো বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার নির্দেশ প্রদান করে। সে কারণে এই ধরনের চিহ্ন কে বলা হয়, তথ্যমূলক চিহ্ন। 

FAQ - What is Traffic Signal

Q:হলুদ আলোর সংকেত কি?

A: যদি কখনও আপনি রাস্তায় চলাচল করার সময় হলুদ আলোর সংকেত বা সিগন্যাল দেখতে পান। তাহলে আপনাকে বুঝতে হবে যে, একটু পরেই সেখানে থাকা যানবাহন গুলো চলাচল করতে পারবে।

তাই সেই যানবাহন গুলোকে চলাচল করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই হলুদ আলোর সংকেত ব্যবহার করা হয়। 

Q:লাল বৃত্তের ভিতরে একটি লাল ও একটি কালো গাড়ি থাকলে কী বুঝায়?

A: যখন আমরা লাল বৃত্তের ভিতরে একটি লাল ও একটি কালো গাড়ি দেখবো। তখন আমাদের বুঝতে হবে যে, সেই মূহূর্তে আমাদের ওভারটেক করা সম্পর্ণ ভাবে নিষেধ। 

Q:ফোর হুইল ড্রাইভ গাড়ি বলতে কী বুঝায়?

A: সহজ ভাষায় বলতে গেলে, যে সকল গাড়ির মধ্যে ৪ টি চাকায় পাওয়ার সাপ্লাই যুক্ত করা থাকে। সেগুলো কে বলা হয়, ফোর হুইল ড্রাইভ গাড়ি।

আর বর্তমান সময়ে ফোর হুইল ড্রাইভ গাড়ির মধ্যে অন্যতম উদাহরন হলো, পাজেরো। 

Q:কোন কোন স্থানে গাড়িকে অবশ্যই থামাতে হবে?

A: আপনি যখন কোন যানবাহন এর চালক হিসেবে থাকবেন। তখন অবশ্যই আপনাকে রাস্তার মধ্যে থাকা জেব্রা ক্রসিং এর সামনে থামতে হবে।

কারন, সর্ব প্রথম আপনাকে জেব্রা ক্রসিং দিয়ে সাধারন পথচারি মানুষ কে পারাপার হওয়ার সুযোগ দিতে হবে। 

Q:পার্কিং কত প্রকার?

A:পার্কিং কে মূলত ৩ টি ভাগে ভাগ করা সম্ভব। যেমন, আড়াআড়ি পার্কিং, কোনাকুনি পার্কিং এবং সমান্তরাল পার্কিং। 

Q:মটরজান কি?

A: যন্ত্রচালিত যান কে বলা হয়, মটরজান। 

Q:দ্রুতগামী সড়ক পথ কাকে বলে?

A: সহজ কথায় বলতে গেলে, যে সকল সড়ক পথের মধ্যে নির্দিষ্ট কোন যানবাহন অতি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। সে গুলো কে বলা হয়, দ্রুতগামী সড়ক পথ।

আমাদের শেষকথা 

প্রিয় পাঠক, আজকে আমরা ট্রাফিক কাকে বলে সে সম্পর্কে জেনেছি। এর পাশাপাশি ট্রাফিক সিগন্যাল সম্পর্কে এমন কিছু জানতে পেরেছি। যা আমাদের আগে জানা ছিলোনা।

তো আশা করি, আজকের এই লেখাটি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। 

আর আপনি যদি এই ধরনের উপকারী তথ্য গুলো খুব সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

জীবনে ঝুঁকি নাও।জিতলে নেতৃত্ব দিবে।আর হারলে,পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে।