সফলতা অর্জনের জন্য পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা পরিশ্রমশীল, সঠিক দিকে অনুশীলন এবং লক্ষ্যে স্থির থাকি, তখন সফলতা আমাদের পক্ষে অপরিস্কার্য হয়ে দারিদ্র্য থেকে দূরে যায়।
প্রত্যেক অনুভবের মধ্যে সবকিছু শেখার সুযোগ দেওয়া এই পরিশ্রম আমাদের আগ্রহের মধ্যে একটি আলোকচিত্র তৈরি করে। তাই চালু করা যাক আমাদের প্রতিযোগিতা পূর্বক এই মানব পথে, একটি সমৃদ্ধ এবং সফল জীবনের উত্তরাধিকারী হওয়ার।
পরিশ্রমী যারা সফলতা পায় তারা এটাই বাস্তব: পরিশ্রম আমাদের এমন এক পর্যায়ে নিয়ে যায় ,একটা সময় পরে আমরা নিজেরাই হয়তো কল্পনা করতে পারবোনা এর এতটা শক্তি । তবে তার সাথে সততা নামক দামী জিনিস থাকাটা আবশ্যক।
সফল হলে পরিশ্রমের কষ্ট, সময় কিছুই আর আপনার মনে থাকবে না । আসলে আমাদের প্রতিটি মানুষের ইচ্ছা আছে আগ্রহ আছে হয়তো ধৈর্য ও ধারণ করতে পারি কিন্তু পরিশ্রম করতে অনীহা ,কিংবা ভয় পাই । পরিশ্রম না করে কেউ কোনোদিন তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি । ইতিহাস থেকেই আমরা এ শিক্ষা নিতে পারি ।
শুধু মন স্থির করুন ,পরিশ্রম করতে পিছিয়ে আসবেন না ,লেগে থাকবেন , সফলতা অর্জনের জন্য পরিশ্রম এর বিকল্প আর কিছু নেই।
দীর্ঘ দিনের প্রচেষ্টা এবং ধৈর্যের ফল পেতে যেমন মনোবল অক্ষুণ্ণ রাখতে হয় তেমনি লক্ষ্যে স্থির থাকতে হয়। কিছু কৌশল অবলম্বন করে এভাবেই সফলতা পাওয়া সম্ভব।
চরম প্রতিযোগিতাপূর্ণ এই সমাজে সবকিছু ছাপিয়ে লক্ষ্যে পৌঁছানো একজন ব্যক্তির জীবনে সফলতা প্রাপ্তির পথে সব থেকে বড় চ্যালেঞ্জ। লক্ষ্য ভিন্ন ভিন্ন হলেও সমাজের সব স্তরের মানুষের মাঝেই সফলতা প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে।
সেটি হতে পারে একজন ছাত্র, যে একটি ডিগ্রী অর্জনের চেষ্টা করছে। হতে পারে একজন উদ্যোক্তা, যে ব্যবসায় সফল হবার প্রয়াস করছে।
আবার হতে পারে একজন পরিশ্রমী চাকুরীজীবী, যিনি কর্ম ক্ষেত্রে পদোন্নতির চেষ্টা করছেন। এভাবে প্রতিটি মানুষ তার নিজ নিজ জায়গা থেকে সব প্রতিকূলতা কাটিয়ে সফল হবার প্রচেষ্টা করে চলেছে।
সফলতা অর্জন করতে হলে ব্যর্থতাকে খুব কাছ থেকে দেখতে হবে।
কষ্ট পরিশ্রম মেনে নেওয়া আপনার ভিতরে এগুলো না থাকলে কখনো সফলতা অর্জনের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।
সফলতার সর্বপ্রথম ও সর্বোচ্চ বাধা হচ্ছে শুরু করা যদি আপনি শুরু করে দিতে পারেন তাহলে সফলতা খুব নিকট এসে দাঁড়াবে ইনশাআল্লাহ
ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ার যে আট পরামর্শ দিচ্ছেন বিখ্যাত...
১. সবার আগে নিজেকে গুরুত্ব দিন
২. সামনে এগিয়ে যাওয়া থামাবেন না
৩. অন্যরা কী ভাবছে তা ভাবার দরকার নেই
৪. দৃষ্টিভঙ্গি বদলান
৫. ইতিবাচক মানুষের চারপাশে থাকুন
৬. মাথা খাটান
৭. নিজেকে মাঝে-মধ্যে ছুটি দিন
৮. ব্যর্থতা জীবনের শেষ কথা নয়
You must be logged in to post a comment.