ইমেইল মার্কেটিং (Email Marketing Bangla) হল অনলাইন মার্কেটিং এর সবচেয়ে শক্তিশালী ও গুরুত্তপূর্ণ একটি হাতিয়ার। একটি কথা আমরা সবাই শুনেছি যে, “প্রচারেই প্রসার”।
আর ইমেইল মার্কেটিং হলো প্রচারের জন্য অনেক কার্যকরী একটি মাধ্যম। ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে এক সাথে হাজার হাজার মানুষের কাছে পণ্য বা ব্যবসায়ের প্রচার করা সম্ভব।
যদিও আমাদের দেশে এখনো এটা বেশি প্রচলিত না তবে বর্তমান বিশ্বে অনন্য শক্তিশালী দেশগুলোতে ইমেইল মার্কেটিং বিজ্ঞাপনের খুব বেশি জনপ্রিয় একটি মাধ্যম।
আমরা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে ফেসবুকের নোটিফিকেশন চেক করি তেমনি উন্নত দেশ গুলোর মানুষ প্রতিদিন সকালে তাদের মেইল চেক করেন।
তাহলে চলুন Email মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ইমেইল মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই নিম্নলিখিত সব টপিক সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
- ইমেইল মার্কেটিং কি?
- ইমেইল মার্কেটিং কেন করব?
- ইমেইল মার্কেটিং কিভাবে করব?
- ইমেইল মার্কেটিং টুলস:
- ফ্রি ইমেইল মার্কেটিং কিভাবে করব?
- পেইড ইমেইল মার্কেটিং কিভাবে করব?
ইমেইল মার্কেটিং কি? (What is Email Marketing Bangla)
ইমেইলের মাধ্যমে একসাথে হাজার হাজার মানুষের কাছে কোন পণ্য বা ব্যবসায়ের প্রচার করার নামই হলো Email মার্কেটিং।
ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব দ্রুত এবং সহজেই আপনার পণ্য বা ব্যবসায়ের মার্কেটিং করে ব্যবসায় বাড়িয়ে নিতে পারবেন।
ইমেইল মার্কেটিং কেন করব?
আমি আগেই বলেছি Email মার্কেটিংয়ের মাধ্যমে একসাথে হাজার হাজার মানুষের কাছে পণ্য বা ব্যবসায়ের প্রচার করা যায় খুব সহজেই। ডিজিটাল এই যুগে ইমেইল মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই।
Email মার্কেটিং ছোট বড় সব ব্যবসায়ের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজেই পণ্যের বিক্রি বাড়ানোর জন্য ইমেইল মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ।
Email মার্কেটিং এর মাধ্যমে গ্রাহকের সংখ্যা ও বৃদ্ধি পায় এবং গ্রাহকের সাথে ভালো সম্পর্ক তৈরী হয়।
এবং ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে গ্রাহককে সর্বক্ষণের আপডেট দিয়ে গ্রাহককে ধরে রাখা সম্ভব।
এছাড়াও ইমেইল মার্কেটিং এর মাধ্যমে লিড জেনারেট করতে পারবো এবং গ্রাহকের সাথে সম্পর্কে ভালো থাকবে যেটা যেকোনো ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ইমেইল মার্কেটিং কিভাবে করব?
ইমেইল মার্কেটিং খুব সহজ কাজ তবে আপনাকে সম্পূর্ণ এবং সঠিক তথ্য জানা খুব জরুরী। তো চলুন দেখে নেই Email মার্কেটিং করার সঠিক নিয়ম:-
1. Email মার্কেটিং করার জন্য আপনার অবশ্যই একটা জিমেইল একাউন্ট থাকতে হবে। সাথে বাল্ক মেইল লিস্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ যেটার দ্বারা আপনার মেইল করে প্রমোশন করতে পারবেন।
বিঃদ্রঃ যদি আপনার কাছে কোন বাল্ক Email লিস্ট না থাকে তাহলে আপনি GoDaddy বা অন্য কোন প্লাটফর্ম থেকে টার্গেটেড বাল্ক মেইল লিস্ট কিনে নিতে পারবেন।
2. Email মার্কেটিং করার জন্য আপনার সফটওয়্যার আর টুল থাকা অনেক জরুরি যার দ্বারা আপনি একই সাথে সবাইকে বাল্ক মেইল পাঠাতে পারেন।
3. আপনাকে আপনাকে যেকোনো একটি টুলে একাউন্ট বানাতে হবে আর Bulk ইমেইল লিস্ট কে অ্যাড করতে হবে।
4. Email মার্কেটিং টুল এ সব ধরণের ফিচারস এবং টেমপ্লেট রয়েছে সেখান থেকে এবার আপনার মেইলকে কাস্টমাইজ করে আকর্ষণীয় করে সাজাতে হবে যাতে কেউ আপনার মেইল টি না পড়ে এড়িয়ে যেতে না পারে।
5. সবশেষে আপনার ইমেইল মার্কেটিং সফটওয়্যার এ ক্যাম্পেইন চালাতে হবে, যাতে প্রথমবারেই হাজার বা লক্ষ মেইল পাঠাতে পারেন এবং সাথে চেক করে দেখতে পারেন আপনার মেইল স্প্যাম, ইনবক্স, প্রমোশন কোন ফোল্ডারে গেছে।
এবং আপনার মেইল কত মানুষ দেখছে এবং কতজন ক্লিক করে করেছে সবকিছু আপনি ক্যাম্পেইনের মাধ্যমে দেখতে পারবেন।
এবং আপনার মেইল এর পারফরম্যান্স হিসাব রে-টার্গেটিং করতে পারবেন।
ইমেইল মার্কেটিং টুলস:
Email মার্কেটিং আপনার ব্যবসায় বৃদ্ধির ৮০% কার্যকর পদ্ধতি। তবে আপনি যদি মার্কেটিং এর জন্য সঠিক টুলস ব্যবহার করতে না পারেন তাহলে আপনি ক্রেতাদের নিকট পৌঁছাতে পারবেন না।
আপনার টুলস যদি সঠিক না হয় তাহলে আপনার পাঠানো ইমেইল স্প্যাম বক্স এ চলে যাবে ফলে সেগুলো গ্রাহকেরা দেখবেন না।
এজন্য Email মার্কেটিংয়ের জন্য টুলস ব্যবহারের জন্য সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক টুলস বেবহার করে Email মার্কেটিং করতে হবে।
ইমেইল মার্কেটিং টুলস লিস্ট:
- GetResponse
- MailerLite
- Sendy
- Sender
- HubSpot Marketing
- MotionMail
- Cakemail
- Mail Genius
- ConvertKit
- Reach Mail
- Pinpointe
- SendinBlue
- EasySendy
- Leadfeeder
- Constant Contact
- Clearbit Connect
- Target Hero
- BombBomb
- EmailOctopus
- FeedBlitz
- Infusionsoft
- Campaign Monitor
- Litmus
- NewsletterBreeze
- Sendbloom
- ActiveCampaign
- Drip
- AWeber
- SendX
ফ্রি ইমেইল মার্কেটিং কিভাবে করব?
Email মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইমেইল লিস্ট,আপনি যাদের কাছে Email পাঠাবেন তাদের ইমেইল আইডি প্রথমে এক এক করে জমা করে লিস্ট করতে হবে আর এটাই হলো ইমেইল লিস্ট বা মেইলিং লিস্ট।
তো ইমেইল লিস্ট কি তা তো আমরা জানলাম এবার সঠিক নিয়মে ফ্রীতে ইমেইল মার্কেটিং কিভাবে করতে পারি তা জানবো:-
আপনার যদি একটা ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে তাতে “Blog subscribtion” অপশনের মাধ্যমে বা “newsletter” অপশনের মাধ্যমে লোকদের আপনার ইমেইল লিস্ট এ যুক্ত হওয়ার জন্য বলতে পারবেন।
আপনার নিজের ব্লগ বা ওয়েবসাইট দ্বারা তাহলে আপনি এক এক করে Email list বা contact ফ্রীতে জমা করতে পারবেন।
তখন লোকেরা তাদের নাম এবং ইমেইল আইডি দিয়ে আপনার ইমেইল লিস্ট এ যোগ হবে। এরপর থেকে তারা আপনার সব রকমের ব্লগ আর্টিকেল এবং ব্লগ পোস্ট ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন।
এছাড়াও আপনি যে ইমেইল তাদের পাঠাতে চান সেগুলি তাদের পাঠাতে পারবেন। এভাবেই আপনি ফ্রীতে অনেক মানুষের ইমেইল আইডি পেয়ে যাবেন?
এবং যখনি চাইবেন তাদের কাছে নিজের পণ্য,সার্ভিস,আর্টিকেল বা ভিডিওর মাধ্যমে তাদের কাছে ফ্রীতেই Email মার্কেটিং করতে পারবেন।
You must be logged in to post a comment.