আইনের শাসন বলতে কি বুঝায়: What does the rule of law mean: আমরা যে আইন সম্পর্কে জানি, সেই আইনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন,
-
আইনের চোখে সবাই সমান।
-
আইনের দৃষ্টি থেকে কোনো ধর্ম, বর্ণ কিংবা শ্রেনীর ভেদাভেদ নেই।
-
আইন এর কাছে ছোট বড় সবাই একই ভাবে পরিমান করে।
যেমন ধরুন, আপনি যদি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার পরও। কোনো ধরনের অপরাধমূলক কাজ করেন। তাহলেও আপনাকে আইনের কাঠগড়ায় দাড়াতে হবে।
বলে রাখা ভালো যে, আইন হলো এমন একটি প্রক্রিয়া। যেটি সবকিছুতে প্রাধান্যতার স্বীকৃতি রয়েছে।
আইনের শাসন বলতে কি বুঝায়?
যদি কোনো একটি রাষ্ট্রের মধ্যে সুশাসন আনতে চান। তাহলে অবশ্যই সেই রাষ্ট্রের মধ্যে যথাযথ আইনের শাসন বিদ্যমান থাকতে হবে।
কারন, সুশাসন এর মূল ভিত্তির নাম হলো, আইনের শাসন। এবং আইনের শাসন সর্বদাই নিরপেক্ষ হয়ে কাজ করে থাকে। এর পাশাপাশি আইনের শাসন যা কিছু করে। তা মূলত সেই রাষ্ট্রের মানবাধিকার রক্ষার জন্য করে থাকে।
তবে এই আইনের শাসন প্রয়োগে আছে নানা ধরনের শর্ত। চলুন এবার সেই আইনের শাসন প্রয়োগের মূল বৈশিষ্ট্য গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
-
আইন কখনই কোন কিছুতে ভেদাভেদ তৈরি করবে না। কারণ, আইনের চোখে সবকিছুই সমান।
-
আইনের কাছে পদমর্যাদার গুরুত্বর চেয়ে সবাইকে নিজের অধিনে করার বিষয়কে গুরুত্ব দেয়।
-
আইনের শাসন প্রয়োগ এর মাধ্যমে রাষ্ট্রের মধ্যে থাকা জনগন এর অধিকার প্রতিষ্ঠা হয়।
-
সংবিধান এর গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হলো, আইনের শাসন।
আরো একটা কথা জেনে রাখুন। সেটি হলো, যখন কোন একটি রাষ্ট্রের মধ্যে গনতান্ত্র প্রতিষ্ঠা করা হবে। ঠিক তখন থেকে উক্ত রাষ্ট্রের মধ্যে, আইনের শাসন প্রয়োগ করা যাবে। কেননা, গনতন্ত্র ছাড়া যে আইনের শাসন কে কল্পনাই করা যাবেনা।
আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করবে?
তো উপরের আলোচনা থেকে আমরা, আইনের শাসন বলতে কি বুঝায় সে সম্পর্কে জেনেছি। এখন অনেকের মনে একটি প্রশ্ন জাগবে।
সেটি হলো, আইনের শাসন কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করবে? আর আপনার মনেও যদি এই ধরনের প্রশ্ন জেগে থাকে। তাহলে শুনুন,...
আমরা উপরে জানতে পেরেছি যে, আইনের চোখে সবকিছুই সমান। তাদের কাছে কেউ বড়লোক আবার কেউ গরিব নয়। বরং যেকোন ব্যক্তি যদি অপরাধমূলক কাজ করে। তাহলে তাকে অবশ্যই আইন এর আশ্রয় নিতেই হবে।
আর যখন আইন নাগরিকদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমস্ত জীবন পর্যন্ত। কোন ধর্মের ভেদাভেদ থাকবে না, কোনো বর্ণের ভেদাভেদ থাকবে না, কোনো লিঙ্গের ভেদাভেদ থাকবে না।
ঠিক তখনি আইনের শাসন নাগরিক স্বাধীনতা রক্ষা করতে পারবে। আশা করি, উক্ত বিষয় টি সম্পর্কে পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন।
আইন বলতে কি বুঝ আইনের প্রকৃতি আলোচনা করো?
একটি রাষ্ট্রের মধ্যে কোটি কোটি মানুষ বসবাস করে। আর বসবাস করা সেই মানুষ গুলোর মধ্যে শৃঙ্খলা, অধিকার রক্ষার জন্য যে সকল নিয়ম কানুন এর প্রয়োগ করা হয়।
সহজ ভাষায় তাকে বলা হয়, আইন। আর এই আইন এর মূল ভিত্তি হলো, সবকিছু কে সমান চোখে দেখা।
যেমন ধরুন, আমাদের দেশের সাধারন জনগন যদি কোন অপরাধ করে। তাহলে আইন তাকে অবশ্যই দন্ড বা জরিমানা করবে।
সেটা হতে পারে কোন ধনী ব্যক্তি কিংবা কোন গরীব ব্যক্তি। বরং আইন সব শ্রেনীর মানুষকে একই চোখে দেখবে।
আমাদের শেষকথা,
প্রিয় পাঠক, আজ আমি আইনের শাসন বলতে কি বুঝায় সেটি নিয়ে আলোচনা করেছি। তো আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন।
আর আমাদের লেখা সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে। তাহলে প্লিজ, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে সময় দেয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।
You must be logged in to post a comment.