আপনি কি জানেন, হার্প টেকনোলজি কাকে বলে? এটি হলো, এমন এক ধরনের উন্নত প্রযুুক্তি। যার মাধ্যমে’ নির্দিষ্ট কোনো একটি স্থানে কৃত্রিম ভাবে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করা সম্ভব।
এবং বর্তমানে কিছু দেশে হার্প টেকনোলজি নিয়ে কাজ চলছে।
হার্প টেকনোলজি কি?
আপনি হার্প টেকনোলজি কি সে সম্পর্কে জানতে চান? -বাহ, এটা জেনে খুব ভালো লাগলো। তাহলে শুনুন, হার্প টেকনোলজি হলো এমন এক ধরনের উন্নত প্রযুক্তি।
যার মাধ্যমে মানুষ কৃত্রিম ভাবে প্রাকৃতিক দুর্যোগের মতো বড় বড় দুর্যোগ সৃষ্টি করতে পারবে।
আর এই হার্প দিয়ে ভূমিকম্প কিংবা বৃহৎ আকারের জলচ্ছাস ও তৈরি করা সম্ভব। তাই এবার আমি আপনাকে হার্প টেকনোলজি কি, সেই বিষয়টি ধাপে ধাপে দেখিয়ে দিবো।
হার্প টেকনোলজি কাকে বলে?
সিনেমাতে যেমন হিরো আর ভিলেন থাকে। তেমনি ভাবে টেকনোলজির জগতে ভিলেনের ভূমিকা পালন করা উন্নত প্রযুক্তি হলো হার্প টেকনোলজি। কারন, এটি হলো মানব সভ্যতার জন্য হুমকি।
হার্প টেকনোলজি এতোটাই শক্তিশালী যে। এর মাধ্যমে এক দেশে বসে থেকে, অন্য একটি দেশের মধ্যে ক্রত্রিম প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করা সম্ভব।
এই হার্প টেকনোলজি কে কাজে লাগিয়ে চৌম্বকীয় শক্তি তৈরি করা হয়। এবং সেই শক্তির মাধ্যমে অনেক বড় বড় মাপের ভূমিকম্পও সৃষ্টি করা যায়।
হার্প টেকনোলজি দিয়ে কি কি দুর্যোগ সৃষ্টি করা যায়?
দেখুন আমি শুরু থেকে আপনাকে একটা কথাই বলছি। সেটি হলো, হার্প টেকনোলজি দিয়ে অনেক প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করা যায়। আর সেই দুর্যোগের নাম গুলো হলোঃ
- এই প্রযুক্তি কে কাজে লাগিয়ে প্লাজমা মেঘ তৈরি করা যায়।
- জলচ্ছাস এর মতো বড় প্রাকৃতিক দুর্যোগ তৈরি করা যায়।
- এক স্থানে বসে থেকে অন্য স্থানের মধ্যে থাকা চুম্বক শক্তিতে পরিবর্তন আনা যায়।
তবে এগুলোর পাশাপাশি হার্প টেকনোলজি দিয়ে মিসাইল কিংবা এয়ার ক্রাপ্ট এর মতো বড় বড় অস্ত্রকেও কাবু করতে সক্ষম।
কোন দেশে হার্প টেকনোলজি আছে?
সত্যি বলতে কোন দেশের মধ্যে হার্প টেকনোলজি আছে। সেটি এখনও কোন দেশ আনু্ষ্ঠানিক ভাবে প্রকাশ করেনি।
তবে বরাবরের মতো পশ্চিমা দেশ গুলোকে সন্দেহ করা হচ্ছে। আর ২০২৩ সালে তুরস্কত ও সিরিয়া তে হওয়া ভূমিকম্পের জন্য তাদেরকে সন্দেহ করা হয়েছে।
তবে সে যাইহোক, এই হার্প টেকনোলজি মানুষের জন্য হুমকি সে বিষয়ে নিশ্চিত থাকুন।
হার্প টেকনোলজি নিয়ে কিছুকথা
প্রিয় পাঠক, আজকে আমরা হার্প টেকনোলজি কি সে সম্পর্কে জানতে পারলাম। আর আপনি যদি এই ধরনের অজানা তথ্য গুলো জানতে চান।
তাহলে আমাদের ওয়েবসাইটে অবসরে ভিজিট করবেন। ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেয়ার জন্য।
You must be logged in to post a comment.