আদিবাসী কাকে বলে? বাংলাদেশের মোট আদিবাসী সংখ্যা কত?

আদিবাসী কাকে বলে: তো আজকে আমরা জানবো, আদিবাসী কাকে বলে। কারন, আমরা অনেকেই আছি যারা আদিবাসী এবং উপজাতী এই দুটো বিষয় কে একই মনে করি।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কিন্তু আদতে এই দুটো বিষয় এক নয়। তাই আজকে আমি আপনাকে আদিবাসী কাকে বলে সে সম্পর্কে সঠিক তথ্যটি জানিয়ে দিবো। 

মূলত আদিবাসী শুধুমাত্র সেইসকল মানুষকে বলা হবে। যে সকল মানুষ নির্দিষ্ট একটা সময় ধরে কোন একটি রাষ্ট্রের মধ্যে বসবাস করছে।

আর সেই সকল মানুষ তাদের নিজেদের সামাজিকতা থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলো কে পুরোপুরি ভাবে কিংবা আংশিক ভাবে ধরে রাখে। মূলত এই সকল মানুষকে বলা হয়, আদিবাসি। 

আদিবাসী কি?

সহজ ভাষায় বলতে গেলে, যে সকল যখন নির্দিষ্ট একটি স্থানে বসবাস করবে। এবং তাদের যে ইতিহাস, সংস্কৃতি ও সামাজিকতা থাকবে। মূলত সেই সকল মানুষ গুলো কে বলা হবে, আদিবাসী। আর এটি হলো, আদিবাসীদের মূল সংঙ্গা। 

কিন্তুু আমরা অনেকেই আদিবাসী এবং উপজাতী এগুলো কে একই বিষয় মনে করি। তবে আপনি যখন উপজাতি ও আদিবাসী পার্থক্য গুলো দেখবেন।

তখন আপনিও এই বিষয়ে পরিস্কার ধারনা পাবেন। তাই চলুন, এবার উপজাতি ও আদিবাসী পার্থক্য সম্পর্কে জেনে নেওয়া যাক। 

উপজাতি ও আদিবাসী পার্থক্য কি?

যারা উপজাতি, তাদের প্রত্যেকের ভাষা, সংস্কৃতি গুলো অন্যান্য জাতির থেকে একবারে ভিন্ন। আর এই ধরনের মানুষদের বলা হয়, উপজাতি। কিন্তুু আদিবাসীর দিক থেকে আপনি ভিন্ন কিছু দেখতে পারবেন।

কারণ, আমরা শুধুমাত্র তাদের কে আদিবাসী বলবো। যারা দীর্ঘ সময় ধরে কোন একটি স্থানে বসবাস করছে। এবং তাদের নিজস্ব সংস্কৃতি, সামাজিকতা কে বলা হবে আদিবাসী। 

তো আশা করি, উপজাতি ও আদিবাসী পার্থক্য কি তা আপনি পরিস্কার ভাবে বুঝতে পেরেছেন। 

বাংলাদেশের মোট আদিবাসী সংখ্যা কত?

আমাদের বাংলাদেশ এর মোট জনসংখ্যার প্রায় ১,১১ শতাংশ ক্ষুদ্র ও নৃ গোষ্ঠীর মানুষ বসবাস করে। আর জনসংখ্যার দিক থেকে মোট ১৫ লক্ষেরও বেশি আদিবাসী আমাদের বাংলাদেশ এর মধ্যে আছে। যারা বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ তে বসবাস করে। 

আমাদের শেষকথা

আজকে আমরা আদিবাসী সম্পর্কে জানতে পারলাম। আর আপনি যদি এমন অজানা তথ্য বিনামূল্যে জানতে চান। তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Jannatul Noor - Mar 11, 2023, 12:17 PM - Add Reply

ভালো লেগেছে গল্প টি পড়ে।

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

জীবনে ঝুঁকি নাও।জিতলে নেতৃত্ব দিবে।আর হারলে,পরবর্তী কাউকে পথ দেখিয়ে দিবে।