ট্রেড লাইসেন্স কী? কাদের করা আবশ্যক। না করলে জরিমানা কী হবে।

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকগন,আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে ট্রেড লাইসেন্স সম্পৃক্ত কিছু কথা শেয়ার করবো।

১/ট্রেড লাইসেন্স কী??

২/কেনো করতে হয়??

৩/কাদের করা লাগবে??

৪/ট্রেড লাইসেন্স প্রয়োজনীয়তা??

৫/কীভাবে করবেন??

৬/কোথায় করবেন??

৭/না করলে কী সমস্যা হবে??

এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো। যারা ব্যবসায়িক তাদের এই বিষয়গুলো অবশ্য জানা প্রয়োজন।

ট্রেড লাইসেন্স কী

ট্রেড লাইসেন্স আক্ষরিক অর্থ হচ্ছে-ব্যবসা-বাণিজ্য করার অনুমতি পত্র।যার মাধ্যমে স্থানীয় সরকার কোন ব্যাক্তিকে ব্যবসা-বাণিজ্য করার অনুমোদন দিয়ে থাকেন। বৈধভাবে ব্যবসা করতে হলে এই লাইসেন্সটি করতে হবে।

কোন ধরনের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন..??

১/স্বত্বাধিকারী বা প্রোফাইটারশিপ ব্যবসা

২/পার্টনারশিপ ব্যবসা

৩/ডিলারশিপ ব্যবসা

৪/ঔষধ এবং মাদকদ্রব্য ক্ষেত্রে 

৫/কোনো ধরনের প্যাক্টরি বা অফিসের ক্ষেত্রে 

৬/কোনো ধরনের ব্যবসার ব্রাঞ্জ অফিস খোলার জন্য 

৭/ছাপাখানা

৮/ক্লিনিক বা ব্যাক্তিগত হাসপাতাল ইত্যাদ ধরনের ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক। 

ট্রেড লাইসেন্স কেনো করতে হয়?

বাংলাদেশের যেকোনো স্থানে ব্যবসা করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স না থাকলে,কেউ নিজেকে ব্যবসায়ী দাবি করতে পারে না। উপরস্থ তার ব্যবসায়িক কার্যক্রম অবৈধ হয় এবং তার জন্য সাজা হতে পারে। কোনো ব্যবসার প্রথম শর্ত হলো,সরকারি অনুমোদন নিতে হবে। আর ট্রেড লাইসেন্স এর মাধ্যমে সরকার অনুমোদন দিয়ে থাকেন। 

ট্রেড লাইসেন্স করতে কী কী লাগে?

ট্রেড লাইসেন্স কী ধরনের করবেন,তা নির্ভর করে আপনি কী ব্যবসা করবেন, তার উপর।

তাই একেক ধরনের ব্যবসার জন্য একেক রকম কাগজপত্র লাগে। 

ট্রেড লাইসেন্স কোথায় করবেন?

ট্রেড লাইসেন্স মূলত স্থানীয় সরকার প্রদান করে থাকে,যেমনঃ পৌরসভার,সিটি কর্পোরেশন,ইউনিয়ন পরিষদ দিয়ে থাকে। আপনি যেই সরকারের আন্ডারে থাকেন বা যেখানে ব্যবসা করেন ঐ জায়গা থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। 

ট্রেড লাইসেন্স না করার সাজা

স্থানীয় সরকার {সিটি কর্পোরেশন আইন}২০০৯ এর ধারা ৯৩ অনুসারে কোনো ব্যক্তি ব্যবসা পরিচালনা ক্ষেত্রে , ট্রেড লাইসেন্স না নিলে/রিনিউ না করে ব্যবসা করলে, প্রথম দিন ৫০০০ হাজার টাকা জরিমানা করতে পারে, পরাবর্তী প্রতিদিনের জন্য ৫০০ টাকা জরিমানা করতে পারেন। এই জরিমানা থেকে বাঁচতে চাইলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে। 

যারা ব্যবসা করেন, তারা অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles