রিলিজের এক সপ্তাহ শেষে লাল সিং চাড্ডা এবং রাখি বন্ধন ছবির ডমেস্টিকে নেট কালেকশন যথাক্রমে ৪৯ কোটি এবং ৩৬ কোটি৷ দুই ছবির বাজেট ১০০ কোটি+ হওয়ায় উভয় ছবিই বিগ ডিজাস্টার হতে যাচ্ছে৷
এতো বড় উইকেন্ড কোনো কাজেই লাগেনি এই দুই ছবির৷ রিলিজের প্রথম দিনেই অডিয়েন্স এই দুই সুপারস্টারের ছবি রিজেক্ট করে দিয়েছে৷ এতো বড় উইকেন্ডে দুই ছবির মধ্যে শুধু লাল সিং চাড্ডা ওপেনিং ডে তে ডাবল ডিজিটের কালেকশন এনেছিলো৷
এতে বোঝা যায় যে অডিয়েন্স কতোটা বাজে ভাবে এই দুই ছবি রিজেক্ট করেছে৷ আমীর খানের লাল সিং চাড্ডা ওভারসীজে ও তেমন আহামরী কিছু করে দেখাতে পারেনি৷
প্যারামাউন্ট পিকচার্সের মতো ডিস্ট্রিবিউশন কোম্পানীর আন্ডারে রিলিজ পেয়েও ওভারসীজ থেকে তেমন ভালো কালেকশন আসেনি৷
এই দুই সুপারস্টারের একসাথে ডিজাস্টার ছবির অবস্থা দেখার চেয়েও এখন বলিউড সম্ভবত সবচেয়ে বড় লজ্জা পাচ্ছে তেলুগু ছবি "কার্থিকেয়া ২" এর হিন্দী বেল্টের রেসপন্স দেখে৷
রিলিজের দিন মাত্র ৭০ শো এবং ৭ লাখের মতো কালেকশন এনেছিলো এই লো বাজেটের তেলুগু ছবি হিন্দী বেল্টে৷ সেখান থেকে এখন প্রতিদিন গড়ে ১৬০০+ করে শো পাচ্ছে এই ছবি৷ দ
র্শকদের অভাবে লাল সিং চাড্ডা এবং রাখি বন্ধনের ক্যান্সেল হয়ে যাওয়া শোগুলো সব কার্থিকেয়া ২ কে দেওয়া হচ্ছে৷ ছবিটির হিন্দী বেল্টে লাইফটাইম কালেকশন ১০ কোটির কাছাকাছি যেতে পারে?
You must be logged in to post a comment.