আপনারা কি জানেন পেন্সিলে 2b,HB এগুলো কেন লেখা থাকে? না জানলে এই পোষ্টি পড়ুন

কিছু অ্যামেজিং অবাক করা বাংলা ফ্যাক্টস, আপনারা কি জানেন পেন্সিলে 2b,HB এগুলো কেন লেখা থাকে? না জানলে এই পোষ্টি পড়ুন..

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

Hello friends আমি বাপ্পী আছি জেআইটিতে স্বাগতম আজকে আমি বেশ কিছু ইন্টারেসটিং ফেক্ট সম্পক জানাব তাহলে চলুন শুরু করা যাক,

Number 1 যদি আপনি বাইরে কোথাও দাঁড়িয়ে আছেন, এবং হঠাৎ করেই আপনার মনে হচ্ছে আপনার মাথার চুল যেন দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান, কারণ সেই

স্থানটিতে কিছুক্ষণের মধ্যেই কিছু অঘটন ঘটতে চলেছে অথবা আকাশ খারাপ হলে, সেখানে বিদ্যুৎ পড়ার সম্ভাবনা রয়েছে।

Number 2 জাপানের পাসপোর্ট পৃথিবীর সবথেকে শক্তিশালী পাসপোর্ট। এর

মাধ্যমে আপনি পৃথিবীর ১৯০ টি দেশে বিনা ভিসায় ঘুরতে পাড়বেন।

Number 3 অনেক ব্যক্তিকেই দেখবেন তারা দুটি হাতের নখ গুলিকে পরস্পর ঘষতে থাকেন, কিন্তু জানেন কি এর উপকারিতা?

দুটি হাতের আঙ্গুলের নখকে একত্রিত ঘষলে মাথায় রক্ত অনেক সঞ্চালন ভাল হয়। চুলের কূপে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।

এরফলে চুল মজবুত হয় এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে। এর সাথে সাথে চুলের অকালপক্কতা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়।

Number 4 এইচ(H = Hard = শক্ত), পেন্সিলের গ্রাফাইট/সিস কতটা শক্ত/মজবুত তা বোঝাতে H ব্যবহৃত হয়।

এবং, বি (B = Blackness = কালোর পরিমাণ), পেন্সিলের গ্রাফাইট থেকে কতটা গাঢ় কালো রঙ পাওয়া যাবে তা বোঝাতে B ব্যবহৃত হয়।

আরেকটা অক্ষর ব্যবহৃত হয়, এফ (F= Fine = চমৎকার/ আদর্শ…) এটি H এবং HB এর মাঝের পর্যায়।

Number 5 এক ব্যক্তি একটি চ্যালেঞ্জ করেছিলেন যে, তিনি একটি ১.৫ লিটার কোকাকোলার বতল মাত্র ১০ সেকেন্ডেই শেষ করবেন ।

তিনি এই একবার চীনের চ্যালেঞ্জটি প্রায় সম্পূর্ণ করেওছিলেন। কিন্তু এরপরেই তিনি মারা যান, কারণ তার শরীরে প্রচুর পরিমাণে গ্যাস জমা হয়ে যায়।

NUMBER 6 একটি গ্রাম রয়েছে, যেখানে একদম বৃষ্টি হয় না, উঁহু এটি কিন্তু মরুভূমি নয়। আসলে এই গ্রামটি এত উচুতে অবস্থিত যে, এই গ্রামের নীচে মেঘ থাকে।

স্বভাবতই পৃথিবীতে এরকম বৃষ্টি এই গ্রামটির উপড়ে নয়, বরং এই গ্রামটির নীচে পড়ে ।

এই গ্রামটি ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমে অবস্থিত। মূল ভূমি থেকে প্রায় ৩২০০ মিটার উঁচুতে অবস্থিত, এই গ্রামটির নাম Al Hutaib।

এই গ্রামটি দেখতে নেহাতই স্বর্গের থেকে কম নয়

বন্ধুরা আজকে এই পযন্তই প্রতিদিন এই ধরনের ফ্যাক্ট পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ,

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

Iam a inteligance boy