আপনি যদি গৃহিণী হন তাহলে একটি সুন্দর চা তৈরি করে আপনার স্বামী কে খাওয়ান এতে আপনার স্বামীর মনটা অনেক ভালো থাকবে এবং চা খেলে সতেজতা আসে এতে অনেক ভালো লাগে আর আমাদের এই দেশের মানুষ চা খেতে খুব ভালোবাসে
চা তৈরি করার নিয়ম
চা তৈরি করা অনেক সহজ কিন্তু একটি ভালো চা মানুষের মনটাকে ভালো করে। প্রথমে একটি
একটি পাতিলে পানি ভালোভাবে গরম করে ফুটিয়ে নিতে হবে।তারপর চাপাতা দিতে হবে এবং পানি চায়ের সঠিক কালার দেখতে হবে
এরপর চিনি দিয়ে ভালোভাবে মিষ্টি চেক করে নিতে হবে সব কিছু ঠিক ভাবে হয়ে গেলে একটি সুন্দর চা তৈরি হবে
চা খাওয়ার উপকার
আমরা যখন চা পান করি তখন এই চা আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে।চা খাওয়ার পর শরীরে অনেক সতেজ হয় এবং চা মাথা ব্যাথা থেকে মুক্তি দেয় চলা ফেরা করতে অনেক ভালো লাগে
চা খাওয়ার নিয়ম
চা যেমন উপকারে আসে ঠিক তেমনি এর সাইটইফেক্ট আছে তাই চা বেশি খাওয়া ঠিক না প্রতিদিন সকালে আর সন্ধ্যা তে চা খাওয়ার নিয়ম তাই আমরা শরীর ভালো রাখতে হলে নিয়মিত চা খেতে হবে চা খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় ঠিক আছে ?
You must be logged in to post a comment.