সুপ্রিয় পাঠক বিন্দু। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
পোস্টটি হচ্ছে বর্তমানে প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী 'হাওয়া' সিনেমা নিয়ে। পোস্টটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করছি । তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক:
গত ঈদে দেশে মুক্তি পাওয়া সিনেমা গুলো ভালো ব্যবসা করছে। দর্শক সিনেমা হলে সিনেমা দেখার জন্য অগ্রিম টিকিট কিনছেন। এমন সময় 'হাওয়া' সিনেমা নতুন মুক্তি পেয়েছে। যা "হাওয়া' নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে।
মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা 'হাওয়া' মুক্তি পেয়েছে শুক্রবার। এটি নির্মাতার প্রথম সিনেমা। সম্প্রতি হাওয়া সিনেমার 'সাদা সাদা কালা কালা' গানটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা নিজেরা গিয়েও ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
গভীর সমুদ্রে নৌকায় একদল মাঝি। সমুদ্রের মাঝে বিপদের সম্মুখীন হওয়া, মাছ না পাওয়া, উত্তাল সমুদ্র, কখনো মানুষের আচরণে নৌকাটি সমুদ্রের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে, সমুদ্রে হারিয়ে যাওয়া এবং এক নারীকে নিয়ে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে এ সিনেমায়।
অন্য সিনেমার মতো এই গল্পে প্রেম থাকলে তার চেপে ধরার চেষ্টা করা হয়েছে। পরিচালক বলেন - জীবন ও সম্পর্কের ভিতরে হাওয়াটুকু চেপে ধরার চেষ্টা করা হয়েছে বলে এই সিনেমার নাম রাখা হয়েছে 'হাওয়া'।
এই সিনেমার নায়ক চঞ্চল চৌধুরী । ট্রেলারেই অনেক প্রশংসা পেয়েছেন ।খোঁচা খোঁচা ,কাঁচাপাকা দাড়ি, মাথার ছোট চুল, পোশাক বাচনভঙ্গি সবমিলিয়ে দর্শকের সামনে এসেছেন চঞ্চল চৌধুরী।
তিনি 'হাওয়া' সিনেমায় চান মাঝির চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে রহস্যময় নারীর ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তিনি বলেন - সিনেমার 'সাদা সাদা কালা কালা' গানটি সবাই গ্রহণ করেছে। তেমনি সিনেমাটি দর্শকের পছন্দ হবে । দর্শকের ভালোবাসা 'হাওয়া' হাওয়াই ভাসবে।
প্রযোজনা সংস্থা সান মিউজিক এন্ড মোশন পিকচার কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশের মুক্তির পর হওয়া শিগগিরই উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে।
হাওয়া সিনেমা মানুষের মনে লেগেছে। সিনেমা হলে হাওয়া সিনেমা দেখার জন্য সবাই অগ্রিম টিকিট কিনছেন । সিনেমা হল হাউজফুল হওয়ায় অনেকেই টিকিট না পাওয়ার কথা বলছে। তবে হাওয়া সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে যাচ্ছে।
তো পাঠক বৃন্দ পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো আমি আর কথা না বাড়িয়ে পোস্টটি এখান থেকে শেষ করছি। আল্লাহ্ হাফেজ ।
You must be logged in to post a comment.