উচ্চ মানের পণ্য পাওয়ার আশায় যেসব মানুষ দীর্ঘদিন অপেক্ষায় থাকেন , যেসব মানুষ নিম্নমানের পণ্য দেখে খুবই হতাশা প্রকাশ করেছেন।
কিন্তু আজও ক্রেতারা নিম্নমানের পণ্য উৎপাদনের যথার্থ কারণ খুঁজে পাচ্ছেন না।
কেননা তারা এরূপ পণ্য থেকে দূরে থাকতে চান, এমনকি উচ্চমানসম্মত পণ্য পেতে তারা উচ্চমূল্য দিতেও রাজি আছেন।
যা-ই হোক না কেন,যেসব কারণে নিম্নমানের পণ্য উৎপাদিত হয় তা নিচে আলোচনা করা হলো :-
১. নিম্নমানের কাঁচামাল (Poor quality raw material ) : যেকোনো পণ্যের মান অনেকাংশে কাঁচামালের ওপর নির্ভরশীল।
পণ্য উৎপাদনের ক্ষেত্রে নিম্নমানের কাঁচামাল ব্যবহৃত হলে স্বাভাবিকভাবেই নিম্নমানের পণ্য উৎপাদিত হয়।
২. নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার (Use of raw quality machineries ) : পণ্যের মান নিম্ন হওয়ার অন্যতম কারণ হলো:
যন্ত্রপাতির ব্যবহার। অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান বেশি লাভের আশায় পুরোনো যন্ত্রপাতি ব্যবহার করে থাকে। তাই পণ্যমান নিম্ন মান হয়।
৩. অদক্ষ শ্রমিক ( Inefficient worker ) : পণ্য উৎপাদনের ক্ষেত্রে অদক্ষ শ্রমিক নিয়োগ করলে নিম্নমানের পণ্য উৎপাদিত হয়।
অদক্ষ শ্রমিক নিয়োগের ফলে বা স্বজনপ্রীতির কারণে অনেক প্রতিষ্ঠানেই ক্ষতির সম্মুখীন হয়েছে।
৪. মান নিয়ন্ত্রণের অভাব ( Luck of quality control) : অন্যান্য বিষয়ের মতো পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ না করলে নিম্নমানের পণ্য উৎপাদন হতে পারে ।
৫. পরিকল্পনার ঘাটতি ( Deficiency of plan): সুষ্ঠু পরিকল্পনার অভাবে অনেক সময় পণ্যের মান ঠিক রাখা সম্ভব হয় না।
৬. মূলধনের অভাব ( Luck of Capital ) : পণ্যমান বজায় রাখতে প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয়। অপর্যাপ্ত মূলধনের কারণে পণ্যের মান স্বাভাবিক ভাবেই নিম্ন হয়ে থাকে।
৭. প্রযুক্তিগত ত্রুটি ( Technological disturbance): বর্তমান উৎপাদন ব্যবস্থার অধিকাংশই প্রযুক্তিনির্ভর।
যেকোনো সময় উন্নত প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি অকেজো হয়ে যেতে পারে এবং উৎপাদন কাজে সমস্যা তৈরি হতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহার না করার ফলে অনেক সময় পণ্যমান নিম্ন হয়ে থাকে।
৮. আকস্মিক দুর্ঘটনা ( Sudden Accident ): উৎপাদন প্রক্রিয়ায় যেকোনো সময় আকস্মিক দুর্ঘটনা সৃষ্টি হতে পারে।
এরূপ দুর্ঘটনার ফলে যন্ত্রপাতির কার্যক্ষমতা কমতে পারে এবং পণ্যমান নিম্ন হওয়ার আশঙ্কা থাকে।
আলোচনা শেষে বলা যায় যে, ওপরে বর্ণিত যেকোনো কারণে পণ্য মান নিম্ন হতে পারে।
নিম্নমানের উৎপাদনের ফলাফল বা পরিণতি :
বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে ত্রুটিপূর্ণ অথবা নিম্নমানের পণ্য নিয়ে টিকে থাকা যায় না। কারণ ক্রেতারা মানসম্মত পণ্যের ক্ষেত্রে বেশি খরচ করতে রাজি থাকে।
আসলে নিম্নমানের পণ্য বলতে অকার্যকর এবং প্রতিষ্ঠানের আদর্শ মানের নিচে উৎপাদিত পণ্যেকে বোঝায়।
পণ্য মানসম্পন্ন না হলে ক্রেতারা বা পণ্য নিম্নমানের হলে ক্রেতারা একবার পণ্যেটি ভোগ করলে পুণরায় আর সেটা সেটা ভোগ করে না।
ফলে প্রতিষ্ঠানের ক্রেতার সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি প্রতিষ্ঠিনের সুনাম , ভাবমূর্তি , মুনাফা এবং বাজার শেয়ারও কমতে থাকে।
এতে পণ্যের নিম্নমানের কারণে প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নিচে নিম্নমানের পণ্য উৎপাদনের ফলাফল বা পরিণতি আলোচনা করা হলো।
You must be logged in to post a comment.