যারা কবরের আযাব থেকে নিরাপদ থাকবে।

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন যারা কবরের আযাব থেকে নিরাপদ থাকবে । নবী করিম (সা.) বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ ।

যখন মাইয়্যেতকে কবরে রাখা হয় এবং দাফন করার পর লোকেরা ফিরে আসে । তখন যে তাদের জুতার আওয়াজ শুনতে পায় ।

যদি সে মোমেন হয় নামাজ তার মাথার কাছে আসে ।রোজা তার ডান পাশে আসে ।যাকাত তার বাম পাশে আসে । তার নফল ইবাদত সমূহ যেমন : দান - খয়রাত , মানুষের সাথে সদাচারণ ইত্যাদি তার পায়ের দিকে এসে দাড়ায় ।

যদি আযাব তার মাথার মাথার দিকে আসে, তখন নামাজ বলে, আমার দিক থেকে কোন জায়গা মিলবে না ।যদি তার ডানদিক থেকে আযাব আসে, তখন রোযা বলে আমার দিক থেকে কোন জায়গা মিলবে না ।

যখন বাম দিক থেকে আযাব আসে তখন যাকাত বলে ,আমার দিক থেকে কোন জায়গা মিলবেনা । যখন পায়ের দিক থেকে আযাব আসে তখন নফল ইবাদাত সমূহ বাঁধা দিয়ে বলে,

আমার দিক থেকে কোন জায়গা মিলবে না ।সুতরাং আমাদের এগলো মেনে চলা জরুরী ।

তো আজকার জন্য বায় দেখা হবে আবার কোন নতুন আর্টিকিলে যদি কোন ভুল হয় তাহলে খমার নযরে দেখবেন আর্টিকেলটি পরার জন্যে ধন্যবাদ । আল্লাহ্ হাফেজ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

☺ আমি জিবন এর চেয়ে জাকে ভালোবাসি ☺ তিনি হলেন হযরত মোহাম্মাদ (সা.) ☺