আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন । আল্লাহর রহমতে আমি ভালো আছি ।আজকে আমি মসজিদে প্রবেশ বাহির হবার দোয়া নিয়ে হাজির হয়েছি।এটি সবার জানা দরকার।
কারণ আমরা মুসলমান আমার পাচবার মসজিদে নামাজ পরতে জাই তাই সবাই এটি জেনে নেই ।এটি অবশ্যাই জানতে হবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে এই দোয়াটি পড়িতে হয়। দোয়া : ”আল্লাহুম্মাফ তাহলি আবওবা রহমাতিকা”। বাংলায় উচ্চারণ এবং আরবি উচ্চারণ কম বেশি হওয়ায় এখানেও সেটি হতে পারে। সংশোধন করে নিবেন।না হলে গুনাহ হবে।
মসজিদ থেকে বের হবার সময় বাম পা দিয়ে এই দোয়াটি পড়িতে হয়। দোয়া: ”আল্লাহুম্মা আসআলুকা মিন ফদলিকা”। সবাই দোয়া দুইটি মুখস্থ করে নিবেন।প্রতিবার মসজিদে প্রবেশ ও বাহির হবার সময় পড়বেন।
কারণ না পড়ার জন্য নহে।পড়ার জন্য বা সওয়াবের জন্য ছোট ছোট দোয়াতে বেশি ফজিলত ।আমি আর আপনাদের সামনে ইসলামিক দোয়া দরুদ নিয়ে হাজির হব।
আমার নাম নবুয়ত আমি একজন নতুন আরটিকেল লেখক। তাই আমার যদি ভুল হয় খমা করে দেবেন আশা করি।
You must be logged in to post a comment.