আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।তো আজকে একটি ভালোবাসার গল্প তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
ভালোবাসা এমন একটা জিনিস যেটাই একবার আটকে গেলে সেখান থেকে বের হয়ে আসা প্রায় অসম্ভব।ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য অনেকেই অনেক কিছু করে থাকে।
আবার অনেকেই তো নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। ভালোবাসা শব্দটা ছোট হলেও এর গভিরতা অনেকটাই বিশাল।
আমাদের পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার জীবনে প্রেম আসে নাই,আমাদের প্রায় সকলের জীবনেই একবার না একবার প্রেম এসেছে।এমনকি আমার নিজের জীবনেও প্রেম এসেছিলো।
তাকে আমি ভীষন ভালোবাসতাম এবং সেও আমাকে ভীষন ভালোবাসতো।দুজন দুজনকে ছাড়া যেনো আমরা অসহায়।সে আমার জীবনে আসে ২০১৯সালের শুরুতে।
প্রথম দেখায় তার প্রেমে পড়ে যায় আমি।তবে সে আমার পূর্ব পরিচিত ছিলো তাই তাকে পটায়তে আমার অতটা সময় লাগে নাই।তারপর তার সাথে প্রেম হয়ে গেলো আমার।
প্রথম এক৷ বছর খুব ভালোভাবেই যাচ্ছিলো কিন্তু মাঝখানে ওর ভাইয়া আমাদের বিষয় সব জানতে পারে। তারপর থেকে শুরু হয় নানা সমস্যা।
তাকে তার বাড়িতে অনেকে বকা দিছিলো আমাদের সম্পর্কের কথা জানার পর। সে অনেক কান্না করছিলো বাড়িতে জানাজানি হওয়ার পর।তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে তখন এর পর থেকে সব বলবো।
You must be logged in to post a comment.