চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ। এছাড়া পৃথিবী থেকে চাঁদকে দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু চাঁদ সম্পর্কে অনেক আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য আছে যা অনেকে জানেন না আমরা আমাদের আজকের আর্টিকেলে এই বিষয় নিয়ে আলোচনা করবেন।
তথ্য নম্বার ১
বেশিরভাগ মানুষ জানেন যে চাঁদ গোলাকার কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঁদ অনেকটাই ডিম্বাকার। কিন্তু তার যখন সৃষ্টি হয় তখন চাঁদ গোলাকার ছিল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে চাঁদ ডিম্বাকার হয়ে গেছে।
তথ্য নম্বার ২
আপনারা কি জানেন এখন পর্যন্ত যাদের মাটিতে পা রেখেছেন মাত্র ১২ জন মানুষ। ১৯৬৯ সালে নীল আমস্ট্রং প্রথম চাঁদে পা রেখেছেন।
তথ্য নাম্বার ৩
আমাদের চাঁদের ব্যাস ৩৪৭৫ কিলোমিটার। আর সেই কারণে ই চাঁদ সৌরমন্ডলের পঞ্চম বৃহত্তম উপগ্রহ।
তথ্য নম্বার ৪
আপনারা কি জানেন আমাদের চাঁদ প্রতি বছর আমাদের থেকে দেড় ইঞ্চি দূরে চলে যাচ্ছে। চাঁদ যখন সৃষ্টি হয় তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল ২২ হাজার কিলোমিটার। কিন্তু এখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার।
তথ্য নম্বার ৫
বন্ধুরা আপনারা নিশ্চয়ই সমুদ্র সৈকতে গিয়েছেন সমুদ্র সৈকতের মজা উপভোগ করেছেন তাহলে আপনারা নিশ্চয়ই এই বিষয়টা উপভোগ করেছেন যে সন্ধ্যা বেলা সমুদ্র সৈকত যতটা শান্ত থাকে রাত ১০ টার সময় সমুদ্র সৈকতের কেউ অনেকটাই উঁচু থাকে।
এর পিছনে কারণ হলো চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি। যাদের মাধ্যাকর্ষণ শক্তির কারণে সমুদ্রের ঢেউ উঠে থাকে।
তথ্য নম্বার ৬
বন্ধুরা আপনারা কি জানেন রাতে চাঁদের উষ্ণতা -173°c থাকে। আবার দিনের বেলা চাঁদের উষ্ণতা থাকে 127°c।
তথ্য নম্বার ৭
আপনারা কি জানেন পৃথিবীর ২৯ দিন মানে চাঁদের একদিন।
তথ্য নম্বার ৮
বন্ধুরা রাতের বেলা আমরা আকাশে কত রকম রং দেখে থাকি কিন্তু যাদের রাতের বেলা কালো রং দেখা যায়।
তথ্য নম্বার ৯
পৃথিবীর মাধ্যাকর্ষণের তুলনায় তাদের মাধ্যাকর্ষণ শক্তি ৬ ভাগের এক ভাগ অর্থাৎ পৃথিবীতে যদি আপনার ওজন ৬০ কেজি থাকে তাহলে চাঁদে আপনার ওজন হবে ১০ কেজি।
তথ্য নম্বার ১০
আপনারা কি জানেন জাতীয় জলের সন্ধান পাওয়া গেছিল। এই জল চাঁদের পৃষ্ঠতলের নিচে ধুলো ও খনিজ পদার্থের সাথে বরফের আকারে আছে।
You must be logged in to post a comment.