আমরা দৈনন্দিন জীবনে নানান ধরনের মানুষের সাথে জানা অজানায় মিশে কথা বলে নানান ধরনের সমস্যা পড়ি তাই আজকে কিছু কথা আলোচনা করবো আর আপনারা তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন।
আমরা যে ধরণের মানুষের সাথে সবসময় এড়িয়ে চলব মানে কম কথা বলবো সে মানুষ গুলা সম্পর্কে কিছুটা জেনে রাখি যেমন
১। মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা মহা পাপ তবুও অনেক মানুষ আছে জেনে শুনে মিথ্যা কথা বলে। আর আপনি এই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন কম চলাফেরা করবেন।
কারণ যারা মিথ্যা কথা বলে তারা নিজের অপরাধ লুকানোর জন্য মিথ্যা বলে আপনাকে ফাঁসিয়ে দিবে। তাই যারা মিথ্যা কথা বলে তাদের সাথে কম মিশবেন।
২। যারা ওয়াদা ভঙ্গ করে। যারা কথা দিয়ে কথা রাখেনা তাদের কখনো বিশ্বাস করবেন না কারণ তারা বিশ্বাস অর্জন করে আপনার উপর সার্থটা আদায় হয়ে গেলে আর চিনবে না আর সেটা হোক টাকা বা ভালোবাসা বা সম্পর্ক অথবা ব্যাবসা।
৪। স্বার্থপর কিছু মানুষ আছে যখনি আপনাকে প্রয়োজন তখন আপনাকে খুজবে কল দিবে খোজ খবর নিবে প্রয়োজন শেষে আপনার কথা তার মনে দিলেও থাকবেনা যখনি আবার প্রয়োজন হবে খুজবে কী দরকার এই ধরনের মানুষের সাথে মিশা।
৫। যারা মদ গান্জা টেবলেট ইত্যাদি খায় খারাপ পথে থাকে মানুষকে সম্মান করতে জানে না। তাদের ব্যবহার কথা বার্তা সুনৃদর না তাদের সাথে কথাবার্তা না বলাই ভালো। তবে অনেকে সিগারেট খায় কথাবার্তা কম সুন্দর তবে একটু মিশলে বুঝতে পারবেন হয়তো।
সে ভালো মানুষের চাইতেও ভালো জাস্ট একটু মিশার পর বুঝতে পারবেন। আর আপনার মিশার পর যদি বুজেন তার মন নোংরা তাহলে তার সাথে একদম কথা বলবেন না।
৬। যারা চুরি করে লোভী হাত লোভী কোনো কিছু চোখে পড়লে ভালো লাগলে লুকিয় লুকিয়ে লুকিয়ে অন্যর জিনিস নিয়ে আসে বাসায় এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবে কারণ এগুলা সঠিক গাইড না পেলে বড় হয়ে গুন্ডা মাস্তান মানবপাচার নানা ধরনের খারাপ ব্যাবসায় লিপ্ত হয়।
আসলে আমরা যেহেতু সমাজে বাস করি একটা দেশের নাগরীক জীবনে চলার পথে চলতে হলে মিশতে হবে সম্পর্ক থাকতে হবে তাই বলে এই নয় যে তাদের খুব নিকটে চলে যাব। বুঝছেন।
You must be logged in to post a comment.