হুজুরের প্রেম লেখক:মিনহাজুল ইসলাম হাসিব পার্ট- ১
অনেক দিন পর মাদ্রাসা ছুটি হল। মনটা আমার খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। কতদিন পর বাড়িযাব। কত দিনপর মা-বাবাকে দেখব। কতদিন পর আবার মায়ের হাতের রান্না খাব।
সব মিলে মনটা আমার আজ খুব খুশি। ছুটির পর আমি, রাছেল,আজিম, তিন বন্দু মিলে টিকিট-কাউন্টারে গেলাম এবং টিকিট সংগ্রহ করলাম।
অতপর মাদ্রাসায় এসে বেগপত্র গুছি সময় মত বাস স্টান্ডেগিয়ে পৈছালাম। সেখানে পৈঁছে ঘড়ির দিকে লক্ষ করলাম। দেখি এখনো বাস ছাড়ার ৩০ মিনিট বাকি।
খুশির ঠেলায় একটু আগেইএসে পরছি। কি আর করার তিন বন্ধু গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এবং চা অডার করলাম চা খাওয়ার পর দেখি এখনো ২০ মিনিট আছে কি আর করার বাসে উঠে বসলাম।
আমি আর রাসেল একসাথে পাসা পাসি বসলাম। তখন আজিম বলতে লাগল.... কিরে আমি কোথায় বসব আমি.... কেন, পিছে বস আজিম..... আমি একা, আমি.... তোর বউ আনসিস নাকি যে,
একসাথে বসবি রাসেল..... এজন্যই তো তোকে কতবার বলেছি একটা বিয়ে করে ফেল এভাবে কি একা একা চলাচল করা যয় আজিম.... দেখ তোরা কিন্তু পিটানি খাবি।
তামাশা না করে আমার ছিট ছেরে পিছনে গিয়ে বস। আমি.... কে তোর সিটে বসেছে হু আজিম.... তোদের টিকিট বের করে দেখ কে আমার ছিটেবসেছে আমি টিকিটা বের করে মিলিয়ে দেখলাম আমি ওর ছিটে বসে পরেছি কি আর করার উঠে যেতে হলো।
বেটাকে যে রাগান রাগিয়েছি যদি না উঠি তাহলে আবার মার শুরু করে দিতে পারে। যা হোক পিছে গিয়ে বসলাম। কিন্তু আমার পাশের ছিটটা খালি তাই কেমন যেন একা একা লাগছে।
আর ওরা দুটো কি আরামে গল্প করছে। আর হাসা হসি করছে। কর কর আমারও একদিন সময় আসবে তখন আমিও তোদের কে দেখে নিব।
আজিম.... কিরে মামা! কষ্ট হচ্ছে নাকি একটু কষ্ট কর মামা একটু পর যখন একটা মেয়ে এসে তোর পাশে বসবে তখন সব ঠিক হয়ে যাবে।
আমি.... কিহ! তাহলে আমি মরে যাবরে অমন কথা বলিস না দোয়া কর যাতে কোন ছেলে বসে (আসলে আমি মেয়েদেরকে অনেক ভয় পায় এবং অনেক লজ্জাও করে। এজন্যই আজ পর্যন্ত কোন মেয়ের চোখে চোখ রাখতে পারিনি)
আমি মনে দোয়া করতে থাকলাম যেন কোন মেয়ে আমার পাশে না বসে।
ওহ সরি সরি এখনো তো আমার পরিচয়টাই দেওয়া হলনা। আমি মিনহাজ বাবা-মায়ের একমাত্র ছেলে আমার একটা ছোট বোন আছে তার নাম ফারিহা আপাতত অতটুকু গল্পের সাথে আরো যানতে পারবেন ।
এবার গল্পে আসা যাক চোখ বন্দ করে এই দোয়া করতেছি হটাৎ একটা মেয়েঅলি কন্ঠ আমার কানে আসল। আমি ভাবলাম হয়ত আমার মনের ভুল কিন্তু না আবারো একই কন্ঠ। এবার চোখ খুলে তাকিয়ে যা দেখলাম..... চলবে..
very nice article
Thanks
Thx
Thanks
Informative, thank you. Can you write more detail?
Thanks....I will try...
Especially, can we add amlaki, bohera with ginger. Will it work?
No it's all about ginger tea.... We may write another article about different medicinal plants and their useful preparations.
Thank you. Any recommended proportion?
You must be logged in to post a comment.