করোলা বাংলাদেশের একটি লাভ জনক ফসল অল্প খরচে অধিক ফলন ফলানো সম্ভব । করলা চাষ পদ্ধতি অত্যন্ত সহজ সাধ্য ব্যাপার ।
বর্তমানে বাংলাদেশে বহুত প্রচলিত একটি ফসল হচ্ছে করলা । করলা চাষে তেমন কোন বালাই দেখা যায় না আমাদের সকলের জন্য করলা চাষ খুবই লাভজন তাই করলা চাষের বিস্তারিত আলোচনা করব আজকের এই পোস্ট এ ,।
মাটি: বন্ধুরা সব রকম মাটিতে উচ্ছে ও করলার চাষ হয়, তবে পানি নিষ্কাশনের ব্যবস্থাযুক্ত দোআঁশ ও এটেল দোআঁশ মাটিতে ভালো জন্মে ।
জলবায়ু: করলা উষ্ণ ও আদ্র জলবায়ুর উপযোগী ফসল। শীতের দু-এক মাস বাদ দিলে বছরের যে কোন সময় বাংলাদেশে করলা জন্মানো যায় ।
বপন সময়: প্রধানত জাত দুটি যথা; উচ্ছে ও করলা। উচ্ছে আকারে ছোট ও করলা আকারে বড়। জাতের মধ্যে বারি করলা ১/টিয়া অন্যতম।
বছরের যে কোন সময় করলার চাষ সম্ভব হলেও এদেশে প্রধানত খরিফ মৌসুমেই করলা চাষ হয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যেকোনো সময় করলার বীজ বোনা যেতে পারে ।
বপন পদ্ধতি: বসতবাড়ি তে করলা চাষ করতে হলে দু একটি মাদায় বীজ বুনে গাছ বাওয়ার জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা যেতে পারে ।
করলার বীজ মাদায় অথবা সারিতে বোনা যেতে পারে । উচ্ছের ক্ষেত্রে ১.৫-২ মিটার এবং করলার জন্য ২.৫-৩ মিটার দুরত্বে মাদা তৈরি করা দরকার ।
বীজ হার: করলা ও উচ্ছের জন্য হেক্টর প্রতি যথাক্রমে ৩ ও ৭.৫ কেজি বীজের প্রয়োজন হয় ।
গোবর: ৭ কেজি, সবটুকু মাদা তৈরির সময় দিতে হবে ।
ইউরিয়া: ১৩০গ্ৰাম , যারা গজানোর ২০দিন পর ৬৫ গ্রাম এবং বাকি ৬৫ গ্রাম প্রথম কিস্তি ২০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে ।
টিএসপি: ১০০ গ্রাম, সবটুকু মাদা তৈরীর সময় দিতে হবে ।
এমপি: ৭৫ গ্রাম, মারা তৈরীর সময় ২৫ গ্রাম দিতে হবে । এরপর চারা গজানোর ২০ দিন পর ২৫ গ্রাম এবং বাকি ২৫ গ্রাম প্রথম কিস্তির 20 দিন পর উপরি প্রয়োগ করতে হবে ।
জিপসাম: ৮০ গ্রাম, সবটুকু মাদা তৈরীর সময় দিতে হবে । জিংক অক্সাইড ৪৪ গ্রাম, সবটুকু মাদা তৈরির সময় দিতে হবে ।
মাচা/বাউনি দেয়া: বড় করলার জন্য বাউনি দিয়া অত্যাবশ্যক । বাউনি দিলে ফলন বেশি ও ফলের গুণগত মান ভালো হয় । সারিতে বীজ বপন করলে মাচার বদলে সারি বরাবর বেঙা তৈরি করা যেতে পারে ।
ক্ষতিকর পোকামাকড় ও রোগ বালাই দমন: জৈবিক বানায় ব্যবস্থাপনা অনুসরণ করুন ।
ফল সংগ্রহ: চারা গোছানোর ৪০ থেকে ৪৫ দিন পর উচ্ছে গাছে ফল দেখা যায় আর করলার বেলায় প্রায় দুই মাস সময় লেগে যায়। কচি ও অপুষ্ট অবস্থায় দুই থেকে তিন দিন পর ফল সংগ্রহ করতে হবে ।
আগাম জাতে বীজ লাগানোর এক মাস পরই গাছে ফুল ধরা শুরু হয় ।
সাবধানতা: কোন বিষয়ে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কৃষি কল সেন্টার ১৬১২৩ নম্বরে যোগাযোগ করুন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ।
You must be logged in to post a comment.