ঘরে বসে কি বা বিদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করবেন এবং চালান জমা দিবেন বিকাশে।

থানায় না গিয়ে ঘরে বসে কিংবা বিদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স করবেন এবং চালান জমা দিবেন বিকাশে। পুলিশ ক্লিয়ারেন্স করতে প্রথমে 

লিংক- https://pcc.police.gov.bd/ords/f?p=PCC:LOGIN_DESKTOP:

লিংকে প্রবেশ করুন এবং নিচে থাকা রেজিষ্ট্রশন অপশনে ক্লিক করে আগে রেজিষ্ট্রশন করে নিন এবং মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দ্বারা লগইন করে নিন।

প্রথমে গ এবরএব ক্লিক করে আপনি যে দেশে যেতে চান সেই দেশ সিলেক্ট করুন।

১। PASSPORT NO নম্বর দিন।

২। Issuing Country দেশ বাংলাদেশ সিলেক্ট করুন।

৩। Issue Date আপনার তৈরির পাসপোর্ট তারিখ দিন।

৪। Issue Place জায়গায় DIP/DHAKA সিলেক্ট করুন।

৫। Expiry Date পাসপোর্ট মেয়েদ শেষ তারিখ সিলেক্ট করুন।

৬। Mobile No আপনার মোবাইল নম্বর দিন।

৭। Email আপনার ই-মেইল দিন না থাকলে প্রয়োজন নেই।

৮। NID আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিন।

৯। Full Name আপনার নাম লিখুন পাসাপোর্ট অনুযায়ী।

১০। Father's / Husband Name আপনার পিতার নাম লিখুন।

১১। Relation জায়গা পুরুষ হলে Father সিলেক্ট করুন।

১২। Mother's Name মাতার নাম লিখুন।

১৩।  Date of Birth আপনার জন্ম তারিখ লিখুন।

১৪। Salutation জায়গায় আপনি যদি ছেলে হন তাহলে Mr. এবং মহিলা হলে Ms. এবং ৩য় লিঙ্গের হলে None সিলেক্ট করুন।

১৫। Photo (Maximum 150KB) আপনার ছবি আপলোড করুন।

প্রথম পাতার পূরন শেষ হলে ২য় পাতায় যেতে সেইভ/নেক্সেট অপশনে ক্লিক করুন।

১। আপনার জেলা-সিলেক্ট করুন।

২। আপনার থানা-সিলেক্ট করুন।

৪। আপনার গ্রামের নাম লিখুন। (পাসপোর্ট অনুযায়ী)

৫। আপনার ডাকঘর লিখুন। ( পাসপোর্ট অনুযায়ী)

৬। আপনার পোষ্ট কোড লিখুন

উপরোক্ত তথ্য তিন জায়গায় ফিলাপ করুন।

২য় পাতার শেষে ডেলিভারি টাইপ এর জায়গায়

১। আপনি যদি সাটিফিকেট থানা হইতে নিতে চান থানা সিলেট করুন।

২। এসপি অফিস হতে নিতে চাইলে আপনি এসপি অফিস নিবার্চন করুন।

তথ্য দেওয়া শেষ হলে আপনি সেইভ/নেক্সেট অপশনে ক্লিক করুন।

৩য় পাতায় যাওয়ার পর ডকুমেন্ট আপলোড করুন।

১।  পাসপোর্টর স্ক্যান কপি আপলোড করুন।

২। জাতীয় পরিচয়পত্র স্ক্যান কপি আপলোড করুন। 

৩। জন্ম নিবন্ধন স্ক্যান কপি আপলোড করুন।

পরবর্তীতে সেইভ/নেক্সেট অপশনে ক্লিক করুন।

আপনার তথ্য দেখে নিন এবং সাবমিট বটনে ক্লিক করুন।

সবমিট শেষ হলে আপনি আপনার মাই একাউন্টে যান।

চালান জমা দিতে আপনি অনলাইন এ চালান এ ক্লিক করে মোবাইল ব্যাংকিং এ ক্লিক করুন এবং বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে পে করুন। পে শেষ হলে চালান কপি ডাউলোড করুন এবং পুনোরায় মাই একাউন্ট প্রবেশ করুন এবং চালান আপলোড করুন। 

এই আটিকেল এর বিষয়ে আরো আপনার কোন মতামত বা আমাদের মাধ্যমে আবেদন করতে

নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।

১। ০১৩১২-৮৬২৭০৩

২। ০১৬৩৭-৭৬৭৩৪৯

২৪ ঘন্ট সার্ভিস পাবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles