উন্নত প্রযুক্তির হাত ধরে কৃষি এখন অন্য পর্যায়ে। যুবক সম্প্রদায় এখন কৃষির দিকে ঝুঁকছে বেশি। করোনার সময় অনেকেই হারিয়েছেন তাদের চাকরি।
আর সেই সময়েই অনেকেই ঝুঁকেছেন কৃষিকাজে। আর তৈরি করেছেন নতুন মাইল ফলক। এমনই একজন চাষি ৩০ একর জমিতে ডুমুর চাষ করে ১০ টন রেকর্ড উৎপাদন করে ১০ লক্ষ টাকা লাভ করেছেন।
করোনা মহামারীতে চাকরি হারান অভিজিৎ। এরপর তিনি পুরোপুরি কৃষিতে মনোযোগ দেন। তার পৈতৃক খামারের পরিমাণ ৯ একর। আধুনিক প্রযুক্তির সাহায্যে তিনি বহুবর্ষজীবী উদ্যান চাষ করেছেন।
এ জন্য খামারের জন্য কৃষি বিভাগ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা ভর্তুকি পেয়েছিলেন তিনি।
You must be logged in to post a comment.