এই প্রথম বাংলাদেশ নিয়ে এল মুজিব শতবর্ষ উপলক্ষে Amer Bangabandhu প্রতিযোগিতা এ্যাপ। এই প্রতিযোগিতায় আপনি ও অংশ নিয়ে পেয়ে যেতে পারেন ল্যাপটপ, ট্যাব, হাই কনফিগারড স্মার্ট ফোন
আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় অংশ নিতে হলে
ছাএ ছাএীদের জন্য ২০২২ এর সেরা এ্যাপ
প্লেস্টার থেকে ছবির এই এ্যাপটা নামিয়ে আপনার ফোনে ইনস্টল করতে হবে।
গেম সম্পর্কিত নিয়ম বলিঃ
১. সর্বপ্রথম নিবন্ধন ফর্ম পুরন করেনি বন্ধন সম্পন্ন করুন।
২. অতঃপর মেনু ইন্টারফেস হতে চারটি মেনু অপশন আসবে। সেখান থেকে শুরু করুন বাটনে চাপ দিন।
৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বিভিন্ন ঘটনার। প্রেক্ষিতে বছরের ক্রম অনুযায়ী সর্বমােট ২৯টি ধাপ এর সমন্বয়ে অ্যাপটি ডিজাইন করা হয়।
৪. এইভাবে ছয়টি ধাপ মিলে একটি বিভাগ এবং সর্বশেষ বিভাগ পাঁচটি ধাপের সমন্বয়ে গঠিত।
৫. প্রতিটি বিভাগ সফলভাবে শেষ করা হলে উক্ত বিভাগের ধাপসমুহে প্রদর্শিত তথ্যের ভিত্তিতে প্রশ্নোত্তর পর্ব রয়েছে। প্রতিযােগীকে প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করে পরবর্তী ধাপে যেতে হবে।
৬. প্রশ্নোত্তর পর্বের সঠিক উত্তর, সময় এবং প্রতিটি ধাপের পাজল সমাধান সময়ের উপর ভিত্তি করে ফলাফল নির্ধারিত হবে। প্রতিযােগী তার ফলাফল ও অবস্থান, নির্ধারিত ওয়েবসাইটে যথাযথ তথ্য প্রদান করে দেখে নিতে পারবেন।
৭. জুনিয়র, ইয়ুথ ও সিনিয়র নামে মােট তিনটি বিভাগে যথাক্রমে ১০ বছর পর্যন্ত ১০-১৮ বছর এবং ১৮ এর তদূর্ধ্ব প্রতিযােগীরা অংশগ্রহণ করতে পারবে।
৮. প্রতিযােগিতায় অংশগ্রহণের পূর্বে ইন্টারনেট সংযােগ নিশ্চিত করতে হবে।
৯. ইন্টারনেট সংযােগ ব্যাতিত কোন প্রতিযােগীর তথ্য ডাটাবেসে সংরক্ষিত ও প্রদর্শিত হবে না।
পুরষ্কার সমূহ:
তিনটি আলাদা বিভাগে-(জুনিয়র, ইয়থ, সিনিয়র) মোট ত্রিশজন বিজয়ীকে পুরষ্কারে পুরষ্কৃত করা হবে।
১ম স্থান বিজয়ীঃ- ল্যাবটব
২য় স্থান বিজয়ীঃ ট্যাব
৩য় স্থান বিজয়ীঃ
হাই কনফিগারড স্মার্ট ফোন
৪র্থ থেকে দশম স্থান বিজয়ীঃ
স্মার্টফোন
You must be logged in to post a comment.