১। উৎসর্গ আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙ্গে
তাকে কৃতজ্ঞতা জানায় সে দিয়েছে আমায় অন্ধ চোখে আলো।
২। Aftermath
তুমি ক্রোধের আগুনে জমে থাকা ব্যাথা আমার শেষ বিকেলে ধোকা।
কোনো রোদেলা দুপুরে তোমায় খুজে পাব বলে অর্থহীন খোঁজা ।
৩। আমি শুনেছি সেদিন তুমি
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ এ চেপে নিল জল দিগন্ত ছুয়ে এসেছো।
৪। ওপারে
ওপারের ভেসে আসা মৃদু আলো পড়ে চোখে নীল সপ্নিল দৃষ্টি ঘুচে যাওয়া নিঝুম অরন্যে।
৫। ভালোবাসি বলে দাও আমায়
হতে পারে রূপকথার এক দেশে রাতের এ আকাশের এ এক ফালি চাঁদ তোমার আমার চিরকাল।
৬। সেই তুমি কেনো এতো অচেনা হলে
সেই তুমি কেনো এত অচেনা হলে সেই আমি কেনো তোমাকে দুঃখ দিলে।
৭।ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী আড়াল হতে দেখেছি তোমার নিশপাপ মুখ খানি।
৮। আমি তোমার দিধায় বাঁচি
কারণে-অকারণে, নিষেধে-বারণে তোমার নামেই যতো জোছনা নিলাম।নিয়মে-অনিয়মে, দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম।
৯।আজ আমি সব হারানো
স্বপ্ন দেখার খোলা চোখে হয়না সাহস আর মনে করি না কিছু পাওয়ার আশা, ব্যর্থ আমার প্রার্থনা আর। আজ আমি সব হারানো , আমি শুন্যতায় ভেসে হাহাকার দেখি লাগে ভয়।
১০।তোমার ছায়া
কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে, কখনো কি মনে তে লুকানো কথা গুলো সে শুনতে পাবে?
You must be logged in to post a comment.