আসসালামুআলাইকুম সকল বন্ধুরা। আাসা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি।তো চলুন কথা না বাড়িয়ে আর্টিকেলটি শুরু করি,
যকোনো পরিস্থিতিতে হাসিখুশি থাকা
হয়তো আমারা সবসময় হাসিখুশি থাকতে চাই, কিন্তু পরিস্থিতির জন্যে তা সম্ভব হয়ে ওঠে না। তবুও কিছু টিপস্ মেনে চললে হাসিখুশি থাকা সম্ভব। জীবনকে এগিয়ে নিয়ে যেতে অনেক বাধা-বিপত্তির সম্মুখিন হতে হয়।
কিন্তু এ সময় মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভেবে, মনকে স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এসময় হাসিখুশি থাকাটা জরুরি। আজ এমন একটা মানুষ বের কররা কঠিন হয়ে দাড়িয়েছে যে, কোনো দিন হাসেনি। যে মানুষের মুখের সাথে হাসি আছে সে জীবনকে উপলব্ধি করতে পারে।
কেউ আবার স্বার্থের জন্য জীবনকেই উপলব্ধি করতে ভুলে যায়। তখন শুধু তার মধ্যে লালসা ফুটে ওঠে। জীবনকে মজা করতেই ভুলে যায়। কিন্তু এটা শ্রেয় নয়। জীবনে যদি কোনো মজাই না থাকে তবে বেঁচে থেকে কি হবে। অনেক মানুষ সারাজীবন শুধু অর্থের পেছনে ছুটে সময় শেষ করে ফেলে, জীবনে খুশিকেই উপভোগ করতে পারে না।
এরকম ব্যক্তিরা সমাজে কোনো মূল্যই রাখে না। এরকম জীবন দিয়ে কি হবে। যদি এতে হাসিখুশি নামে কোনো শব্দই না থাকে। আমার বিবেচনায়, এসব চরিত্র কাল্পনিক ভেবে বাদ দিয়ে দিন। আর হাসিখুশি থাকার চেষ্টা করুন।
জীবনে হাসিখুশি থাকার উপায়-
১.নিজের ক্যারিয়ার নিজেই নিবন্ধন করবেন।অন্যের ভরসায় থাকবেন না।
২. বিপদকে মাথা ঠান্ডা রেখে অতিক্রম করবেন। জীবনে সত্যবাদী,পরিশ্রমী, বিনয়ী, নম্র ও সবর্বদা আত্মবিশ্বাসী হন।
৩.জীবনের সব কঠিন ধাপগুলোকে জয় করুন। নিজেকে সময় দিবেন। ভেঙে পড়বেন না। নিজেকে ও নিজের মস্তিষ্ককে চলমান রাখুন।
৪.মানুষকে ভালোবাসুন ও নিজেকে ভালোবাসুন।বিশ্বাসী হন ও অন্যকে বিশ্বাসী করে তুলুন।
৫. অল্পতেই খুশি থাকুন। বেশি লোভ করবেন না। শরীরের খেয়ালের সাথে সাথে মনকেও সুস্থ রাখুন।
মোটামুটি এই কয়টি টিপস্ মেনে চললে আপনারা সর্বদা হাসি খুশি থাকবেন।
You must be logged in to post a comment.