আপনি কি ব্যাডমিনটন খেলতে জানেন না? খেলায় সবসময় হেরে যান?
এখন থেকে সবসময় খেলায় জয়লাভ করতে পারবেন! কিভাবে তা আর্টিকেল থেকে জেনে নিন;
চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ব্যাডমিনটন খেলার কোর্টের মাপসহ সম্পূর্ণ প্রসেস।
ব্যাডমিনটন কোর্টের সঠিক মাপঃ
কোর্টের সম্পূর্ণ প্রস্থ হলো ৬.১ মিটার (২০ ফুট), এবং একক কোর্টের ক্ষেত্রে এই প্রস্থ হলো ৫.১৮ মিটার (১৭.০ ফুট)। কোর্টের সম্পূর্ণ দৈর্ঘ্য হলো ১৩.৪ মিটার (৪৪ ফুট)।
আপনারআটকেলে চিত্রসহ দেখে নেবেন। চিত্রটি ভালোভাবে বুঝতে পারলেই আপনি অনেক ভালোভাবে ব্যাডমিনটন কোর্ট আঁকতে পারবেন।
আন্তর্জাতিক পদ্ধতিতে ব্যাডমিমটন খেলার নিয়মঃ
(১) পয়েন্টের ৩ টি গেম নিয়ে একটি ম্যাচ হয়।
(২) প্রতিবার সার্ভ করলে একটি করে পয়েন্ট অর্জিত হয়।
(৩) যে পক্ষ একটি র্যালি জেতে তার স্কোরের সাথে একটি পয়েন্ট যুক্ত হয়।
(৪) সর্বমোট ২০ পয়েন্টের খেলা শেষে যে পক্ষ প্রথমে ২ পয়েন্ট লিড নিয়েছিল সেই পক্ষই জিতবে।
(৫) সর্বমোট ২৯ পয়েন্টের খেলা শেষে যে পক্ষ ৩০ নং পয়েন্টটি করতে পারবে সে ই জিতবে।
(৬) যে পক্ষ একটি গেম জিতবে পরের গেম শুরুতে সেই সার্ভ করবে।
ব্যাডমিন্টন খেলার উৎপত্তি নিয়ে বহুমত থাকলেও অধিকাংশের ধারণা এ খেলার জন্ম হয়েছে ভারতের পুনাতে।ব্যাডমিন্টন খেলাটি প্রায় দুই হাজার বছরের পুরনো। পৃথিবীর নানা এলাকায় এই খেলাটি পরিবর্তিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। এর পিছে রয়েছে দীর্ঘ ইতিহাস।
এখন প্রায় সব দেশেই ব্যাডমিন্টন প্রতিষ্ঠান রয়েছে। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে সর্বপ্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয়।
খেলার শুরুতে এবং স্কোর যখন জোড় সংখ্যা হবে,
তখন ডানের সার্ভিস কোর্ট থেকে সার্ভ করতে হবে আর বিজোড় হলে বামের সার্ভিস কোর্ট থেকে সার্ভ করতে হবে। সার্ভিং পক্ষ র্যালি জিতলে তাদের স্কোরে এক পয়েন্ট যুক্ত হবে। তখন একই সার্ভার সার্ভিস কোর্ট বদল করে পুনরায় সার্ভ করতে পারবে।
ব্যাডমিনটন খেলার জন্য নিজের যা প্রয়োজনঃ
ব্যাডমিনটন খেলা শুরু করার জন্য আপনাকে যা দরকার তা হল এক জোড়া কেটস/বুট জুতা, একটি র্যাকেট, কিছু শাটলকক এবং খেলার জায়গা। ব্যাডমিন্টন জালের সাহায্যে ঘরের ভিতরে বা বাইরে খেলা যায়।
নেট টাঙার নিয়মঃ
খেলার অন্যতম আকর্ষণীয় উপকরণ হলো নেট বা জাল। যা কোর্টের মাঝামাঝি অবস্থানে দুই পাশ আলাদা করে টাঙিয়ে দেয়া হয়। বাজারে দুই পাশে ফিতা দিয়ে বাঁধা যায় এমন নেট পাওয়া যায় এই খেলার জন্যে।
সাধারণত,২.৫ ফুট লম্বা হয় নেটের আকার এবং ২০ ফুট প্রশস্ত। খেলার সময় নেটের উচ্চতা মাটি থেকে কম পক্ষে ৫ ফুট উচ্চতায় রাখতে হয়। ব্যাডমিন্টন নেটের উপরের ধারে ৩ ইঞ্চি প্রশস্ত ফিতা দেয়া থাকে। এর ফাঁকা অংশের ভেতর দিয়ে রশি টেনে পোষ্টের সাথে বাঁধা হয়।
আশা করি সম্পূর্ণ পোস্টটি আপনারা পড়েছেন। আমি সর্বদা সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি ৷ আমার পোস্টের লেখাতে যদি কোনোপ্রকার ভূল পেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
https://www.facebook.com/Ridoy-Bloggar-105200299056253/?mibextid=ZbWKwL
নামাজ বাদ দিয়ো না বন্ধু । নামাজ পড়ো বন্ধু , এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর♥️। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায় করি।..…🥀আল্লাহ হাফেজ🥀
You must be logged in to post a comment.