এই তিনটি ব‍্যাবসা সহযেই যে কেউ করতে পারে।

এই  তিনটি ব‍্যাবসা সহযেই যে কেউ করতে পারে। একটি ছোট ব‍্যাবসা যেটি আপনার ভাগ‍্য বদলে দেবে। এই ব‍্যাবসা বাড়িতে করা যায়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ্। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসছি আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হলো।

একটি ছোট ব‍্যাবসা যেটি আপনার ভাগ‍্য বদলে দেবে। এই ব‍্যাবসা বাড়িতে করা যায়। বতর্মানে নিত‍্য প্রয়জনীয় জিনিসের দাম উর্ধ গতি আমাদের জীবন কে থোমকে দিচ্ছে।

এই জন‍্য একটি ব‍্যাবসাই পারে আর্থিকভাবে সচ্ছলতা আনতে।

আজ আমরা বাড়িতে বসে করা যায় এমন তিনটি বাবসার কথা বোলব। 

১ম ব‍্যাবসার আইডিয়া।

ব‍্যাবসাটি হলো গরুর  গৌবর দিয়ে  সার তৈরি। আপনি প্রথমে অল্প পুজিঁ দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে ব‍্যাবসা টি বড় করতে পারেন। বর্তমানে গোবর দিয়ে তৈরি  সারের চাহিদাও অনেক বেশি। আপনি বাড়িতে এই ব‍্যাবসা টি করতে পারেন। এমন কি আপনি একটি ঘরের থেকে ব‍্যাবসা টি করতে পারেন।

আপনাকে   সার বিক্রির জন‍্য চিন্তা করতে হবে না। আমি এই ব‍্যাবসার আয় ব‍্যায়ের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি ৫টি গরু দিয়ে খামার শুরু করেন।তাহলে,

আপনি প্রতি মাসে সার তৈরি করতে পারবেন ৪ টন। যার বাজারমূল্য হলো  (১০×১০০০×৪)= ৪০০০০ টাকা।

খরচ=৫০০০ শুধু একবারই।পরবর্তীতে আপনি  অনেক কেচো বিক্রি করতে পারবেন। আপনার খরচ হবে কেচো কেনার জন‍্য। বাকী কাজের জন‍্য শ্রমিকের প্রয়োজন হবে না। আপনি একাই করতে পারবেন।

তাছাড়া আপনি গরু না কিনে শুধু গৌবর কিনেও ব‍্যাবসা করতে পারেন। তাহলে আপনার শ্রম অনেক কম হবে এবং অনেক বেশি লাভ হবে। তাছাড়া আপনি গরুর দুধের ব‍্যাবসাও করতে পারেন।

বর্তমানে খাটি দূধের চাহিদাও অনেক বেশি। দুধ বিক্রি নিয়ে আপনাকে তেমন কষ্ট করতে হবে না। আপনার আশপাশের মিষ্টির দোকানে আপনি দূধ বিক্রি করতে পারেন।

তাছাড়া আপনার আশপাশের বাড়ি ঘরে দুধ বিক্রি  করতে পারেন। আপনি যদি দোকান করে মিষ্টি তৈরি এবং বিক্রি করেন তাহলে অনেক লাভ হবে।

দোকান তৈরির জন‍্য কি লাগে।

১। আপনাকে সবার প্রথমে একটি জাইগা দেখতে হবে যেখানে অনেক ভিড় হয়।

২। আপনাকে মিষ্টি তৈরির জন‍্য একটি কর্মকার রাখতে হবে।

কর্মকার কী।

যারা মিষ্টি তৈরি করে থাকে তাদেরকে কর্মকার বলে।

৩। আপনার ক্রেতা বৃদ্ধির জন‍্য আপনার দোকানের বিজ্ঞপ্তি করতে হবে।

বিজ্ঞপ্তির জন‍্য কি করবেন।

১। আপনি বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন করাতে পারেন।

২। আপনি বিভিন্ন ইউটিবারের সাথেও যোগাযোগ করতে পারেন।

৪। তাছাড়া আপনি  মিষ্টি হোম ডেলিভারিও করতে পারেন।

হোমডেলিভারির সুবিধা।

 ১। গ্রাহকদের অনেক সুবিধা হবে ফলে আপনার ক্রেতা বৃদ্ধি পাবে।

২। আপনার ব‍্যাবসা দ্রুত বড় হবে।

 ৩। আপনার সুনাম বৃদ্ধি পাবে।

৪। আপনার ব‍্যাবসার পরিধি বৃদ্ধি পাবে।

৫। ফলে আপনার দোকানের সংখ্যা বাড়বে।

৬। এবং লাভ বেশি হবে।

২য় ব‍্যাবসাটি হলো। 

ব‍্যাবসাটি হলো দেশি মুরগির খামার

আপনি প্রথমে অল্প পুজিঁ দিয়ে শুরু করতে পারেন।

পরবর্তীতে ব‍্যাবসা টি বড় করতে পারেন।

বর্তমানে দেশি  মুরগির ডিম ও মাংসেরও চাহিদাও অনেক বেশি।

আপনি বাড়িতে এই ব‍্যাবসা টি করতে পারেন। 

এমন কি আপনি একটি ঘরের থেকে ব‍্যাবসা টি করতে পারেন।

আমি এই ব‍্যাবসার আয় ব‍্যায়ের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি।

মোট মুরগি ১০০টি। প্রতিদিন ডিম পাবেন ৫০টি।

মাসে ডিম পাবেন (৫০×৩০)=১৫০০ পিস ডিম।

যার বাজারমূল্য =২২৫০০ টাকা।

খাবার লাগবে ৫০০০ টাকার।

তাহলে লাভ থাকবে (২২৫০০-৫০০০)=১৭৫০০ টাকা।

তাছাড়া আপনি মুরগির বাচ্চাও ফোটাতে পারেন

তাহলে লাভ একটু বেশি হবে।

মুরগির বাচ্চা ফোটাতে কি লাগে।

মুরগির বাচ্চি ফোটানোর দুইটি পদটধতি আছে।

১। প্রাকৃতিক পদ্ধতি। এই পদ্ধতিতে মুরগি নিজেই ডিমে তায়া দিয়ে বাচ্চা ফোটায়।

২। কৃত্তিম পদ্ধতিতে। এই পদ্ধতিতে মুরগির ডিম ইনকিউবেটর এর মাধ‍্যমে বাচ্চা ফোটানো হয়।

এই পদ্ধতিতে অনেক বেশি বাচ্চা ফোটানো সম্ভব।

আপনি এই পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে ছোট বাচ্চা বিক্রি করতে পারেন।

গ্রামের তুলনায় শহরে দেশি মুরগির চাহিদা প্রচুর পরিমানে।

তাই আপনি  শহরে বা শহরের কাছে খামার করলে বেশী সুবিধা ও মুনাফা পাবেন।

তাই আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন।

৩য় ব‍্যাবসা।

ব‍্যাবসাটি হলো পায়রা খামার।

আপনি প্রথমে অল্প পুজিঁ দিয়ে শুরু করতে পারেন।

পরবর্তীতে ব‍্যাবসা টি বড় করতে পারেন।

বতর্মানে পায়রা বা কবুতরের বাচ্চার চাহিদাও প্রচুর পরিমানে।

 আমি এই ব‍্যাবসার আয় ব‍্যায়ের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি।

মোট পায়রা = ১০০জোড়া বা  ২০০পিস।

প্রতি মাসে বাচ্চার উৎপাদন = ১৫০ পিস।

বাচ্চার বাজারমূল্য  = ১৫০০০।

 প্রতিদিন খাবার লাগবে = ৫ কেজি।

মাসে  খাবার লাগবে  ( ৫×৩০)=১৫০ কেজি।

এক মাসে খাবারের দাম হবে। ( ১২০ কেজি ধান এবং ৩০কেজি গম বা সরিষা )=৪৯০০-৫০০০টাকা।

তাহলে লাভ থাকে  (১৫০০০-৫০০০)= ১০০০০ টাকা 

বর্তমানে এই ব্‍্যাবসা একটি লাভজনক ব‍্যাবসায় পরিনত হয়েছে। আপনি চাইলে একবার  চেষ্টা করে দেখতে পারেন।আমি ব‍্যক্তিগত ভাবে এর সাথে জড়ত।

বি:দ্র: সবকিছু ভালো করে জেনে বুঝে কাজ করবেন।

আশা করি আপনি একটি ধারনা পেয়েছেন।

এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন‍্যবাদ

সকলকে।আমনার মতামত কমেন্টে জানাতে পারেন।

লেখক,৩৩৪

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আমি বিশ্বাস করি সকলে ওঠা সূর্যের মতো ইসলাম ও মুসলিমদের সোনালি সূর্য উদিত হবে। বিশ্বের নেতৃত্বের আসনে ফিরে আসবে ইসলাম।