শুধু মাত্র প্রশ্ন ও উত্তর দিয়ে আয় করার সাইট

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটা সাইট যেটা দিয়ে শুধুমাত্র প্রশ্ন ও উত্তর দিয়ে মাসে অনেক টাকা ইনকাম করা যায়। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। 

প্রথম ধাপঃ

প্রথমে আপনাকে গুগল এ যেতে হবে। গুগল এ যাওয়ার পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে এবং সার্চ করতে হবে অথোর.কম/ author.com লিখে সার্চ করলে আপনার সামনে একটি ইন্টারপেজ আসবে। আপনি সেখানে ক্লিক করবেন।

দ্বিতীয় ধাপঃ

তারপর আপনাকে ডান পাশে থাকা  3 ডট এ ক্লিক করে একাউন্ট খুলতে হবে।  একাউন্ট খুলার সাথে সাথে আপনাকে ১০০ পয়েন্ট বোনাস দেওয়া হবে। 

কিভাবে একাউন্ট খুলবোঃ

আপনার নাম,  মোবাইল নম্বর,  ইমেইল আইডি,  পাসওয়ার্ড,  ঠিকানা এসব কিছু দিয়ে আপনাকে একাউন্ট খুলতে হবে।  একাউন্ট খুলার পর আপনার ই-মেইল আইডিটি ভেরিফাই করে নিবেন

কিভাবে প্রশ্ন করবঃ

প্রশ্ন করতে হলে প্রথমে আপনাকে আপনার উপরে থাকা "প্রশ্ন করুন" অপশনে ক্লিক করবেন।  তারপর আপনার প্রশ্নের টাইটেল এবং হালকা বিস্তারিত লিখবেন। সবকিছু করার পর সাবমিট এ ক্লিক করবেন।  এভাবে আপনার প্রশ্ন করা হয়ে গেল।

কিভাবে উত্তর দিবঃ

আপনি প্রশ্নের উত্তর দিয়েও ইনকাম করতে পারবেন। প্রথমে আপনাকে আপনার বামে থাকা অনেক গুলো প্রশ্ন থাকবে।  সেখান থেকে আপনার কাছে যেই উত্তর টা জানা আছে সেই প্রশ্নের উপর ক্লিক করুন। তারপর উত্তর দিন বাটন এ ক্লিক করুন।

এরপর আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন।  অবশ্যই ১২০ওয়ার্ড হতে হবে ।  কিন্তু ১২০ ওয়ার্ড এ তো উত্তর দেওয়া সম্ভব না,  তাই আপনি আপনার উত্তর টি লিখার পর কিছু ডট চিহ্ন / কিছু দাড়ি দিয়ে দিবেন। যেমনঃ

 Cat এর বাংলা বিড়াল।

এভাবে দিয়ে দিবেন এবং সাবমিট এ ক্লিক করবেন। তাহলে উত্তর পাঠানো হয়ে যাবে।

প্রশ্ন ও উত্তর এ কত পয়েন্ট পাবঃ

আপনার প্রতিটি প্রশ্নের জন্য থাকবে ৫ পয়েন্ট এবং প্রতিটি উত্তরের জন্য থাকবে ১০ পয়েন্ট।  এভাবে যত করবেন তত পয়েন্ট এবং তত ইনকাম। 

কত পয়েন্ট হলে উইথড্র করবঃ

আপনার মোট ১০০০ পয়েন্ট হলে উইথড্র করতে পারবেন।  ১০০০ পয়েন্ট = ১০০ টাকা।

আপনি ১০০০ পয়েন্ট করলে ১০০ টাকা পাবেন।

টাকা কিভাবে দিবেঃ

টাকা আপনি আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাবেন।  যেমন বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে নিতে পারবেন।

আসলেই কি টাকা পাবঃ

হ্যাঁ। অবশ্যই পাবেন। ফুল বিশ্বাস করতে পারেন। আপনাদের কাছে যদি আমার এই ব্লগ টা ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর কোন কোন বিষয়ে জানতে চাচ্ছেন জানাবেন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Alim - Jun 5, 2022, 12:54 PM - Add Reply

আপনার আর্টিকেলের ভিজিটর বাড়াতে চাইলে নিচের এই লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে নিন:-
https://www.facebook.com/groups/4923657331062352/?ref=share

You must be logged in to post a comment.
Nur Mohammad - Jun 8, 2022, 7:00 PM - Add Reply

nic

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles