পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত

বাংলাদেশের বৃহত্তম এই জলপ্রপাতের অবস্থান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পতিত হয় এই জলরাশি।

প্রায় সারা বছরই পানি প্রবাহমান থাকে তবে বর্ষাকালে পানির পরিমান বেশি এবং শীতকালে কম থাকে। এই জলপ্রপাতের নিকটেই খাসিয়া জনগোষ্ঠীর বাসস্থান।প্রতিবছর প্রায় লাখের কাছাকাছি পর্যটক এই জলপ্রপাত এর সৌন্দর্য উপভোগ করতে যান।

মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর। চারিদিকে চাবাগান । চাবাগানের মধ্য দিয়ে পিচঢালা রাস্তা। সকালের দিকে গেলে দেখা যায় শত শত চা শ্রমিক কাজ করছে চা বাগানে। কখনো দেখা যায় দলবেঁধে রাস্তা দিয়ে যাচ্ছে তারা। পৌছানোর পর দেখবেন বাহারি কাপড়চোপড় এর দোকান সাথে আছে বিভিন্ন রকম আচারের দোকান।

অল্পটাকায় টিকিট কেটে যেতে পারবেন জলপ্রপাত দেখতে। অনেকটা রাস্তা হাটতে হয় বটে। চারপাশে সবুজ এর মেলা। অত্যন্ত লোভনীয় লাগে দেখতে। জলপ্রপাত দেখতে গিয়ে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করবেন। কখনোই ঠিক যে জায়গায় ঝর্ণার পানি পড়ছে সেখানে বা তার আশেপাশে যাবেন না।

বাচ্চাদের দিকে কড়া নজর রাখবেন। পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধব নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন মৌলভীবাজারের জেলায় অবস্থিত এই প্রকৃতি কন্যার দেশে। উপভোগ করে আসতে পারেন বাংলাদেশের অন্যতম এক সৌন্দর্যকে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles