আজকে আপনাদের কাছে আলোচনা করবো নায়াগ্রা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত দেখার অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করা হলো: ছোটকালে পাঠ্যবইয়ে নায়াগ্রা জলপ্রপাতের কথা পড়েছিলাম,এর অবস্থান,পানি পড়ার স্থান,বিশালতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা জেনে মুগ্ধ হয়েছিলাম।
কিন্তু মনের কোণে সব সময়ই একটি স্বপ্ন উঁকি মারতো যদি কোনো দিন বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাতটি দেখতে পেতাম কী মজাই না হতো।
আমার ভাগ্যকে সুপ্রসন্ন বলা যায়। হঠাৎ করে সুযোগ হলো কানাডা যাওয়ার।সেখানে আমার বড় আপা থাকেন।তাকে অনেক বছর দেখা হয়নি।
মা আপাকে দেখতে যাবেন।সেই সাথে আমিও। বড় আপা কানাডার টরেন্টোতে থাকেন। আমরা একদিন রোদ ঝলমল সকালে আপার বাসায় হাজির হলাম।
আপা আমাকে ও মাকে পেয়ে আকাশের চাঁদ যেন হাতে পেলেন। একদিন আপাকে নায়াগ্রা জলপ্রপাত দেখার কথা বললাম।
পরদিনই প্রাইভেট কারে করে আমি,মা ও আপা নায়াগ্রার উদ্দেশ্যে রওয়ানা হলাম।সুন্দর সকাল।রাস্তা অনেকটা ফাঁকা।গাড়ি চলছে শা শা করে। আমাদের দেশের গাড়ির মতো ধীর গতিতে নয়। আর রাস্তাগুলোও সোজা।
একেবারে রেল লাইনের মতো।ফলে দ্রুত গততি গাড়ি চলছে।নায়াগ্রা জলপ্রপাতটি কানাড়া ও আমেরিকার সীমান্তে অবস্থিত।তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে এটি গঠিত।বিশ্ব ভূমন্ডলে এর বিশালতা সবচেয়ে বেশি।সব জলপ্রপাত পাহাড় থেকে নামলে এটি ব্যাতিক্রম।
এটি পাহাড় থেকে নামেনি।এ জন্য এটি বিস্ময়কর। সমতল ভূমিতে এর অবস্থান।সমতলের উপর খরস্রোতা নদী।
যে মাটির উপর দিয়ে খরস্রোতা নদীটি প্রবাহিত হয়েছে সেখানে হঠাৎ করে এক বিশাল ফাঁটল, দুদিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক।
একটি নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক।নায়াগ্রার জলরাশি ঐ ফাঁকে ভিতরে চলে যাচ্ছে।জলরাশি যাচ্ছে কোথায়ও এক বিস্ময়।
আমরা নায়াগ্রাকে আরো ভালোভাবে দেখার জন্য বোটে চড়লাম।লাইফ জ্যাকেট পরাতা ডুবে যাওয়ার ভয়টা কেটে গেল।
জলপড়ার ব্যাপ্তি ও বিশালতা ঘুরেঘুরে দেখে অভিভূত হলাম।নায়াগ্রার জল হাত দিয়ে ছুঁইলাম।সে এক অপূর্ব অনুভূতি। আমরা ঘন্টাখানেক বোটে ছিলাম।
কী যে ভাল লেগেছে তা লিখে প্রকাশ করা সাধ্যের বাইরে।বিশ্ব ভূমন্ডল বড়ই বিচিএ। নায়াগ্রা জলপ্রপাতও বিচিএ ও বিস্ময়কর।তাই দেখার জন্য প্রতিদিন ছুটে আসে অগণিত পর্যটক।
বিশ্বের প্রায় সব দেশ থেকেই আসা পর্যটক প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে মন ভারাচ্ছে চোখ জুড়াচ্ছে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
গল্পটি পড়ে ভালো লাগলে কমেন্ট করেন।খোদা হাফেজ।
You must be logged in to post a comment.