গ্রাম থেকে শহরে ?

ছোট বেলায় যখন শুনলাম বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, তখন থেকেই আগ্রহ ঢাকা দেখতে কেমন! বাগেরহাটের গ্রাম্য অঞ্চল থেকে আমর জন্য খুলনার জার্নিটাই যথেষ্ট হলেও কেমন যেনো ঢাকায় আসতে খুব ইচ্ছে হতো!

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

বছর কয়েক পরে ২০১৪ সালে ঢাকায় নানীর ভাইয়ের বাসায় বেড়াতে আসার জন্য যখন তৈরি সবাই; ঠিক তার কিছু ঘন্টা পরে বাবা ফুফুর বাড়ি থেকে ফিরে বলল ঢাকায় যাওয়া হবেনা!

মুহুর্তেই সকল কল্পনা কাচের মতো ভেংগে টুকরো হয়ে গেলো, কিন্তু কিছুই বলিনিI তার ১বছর পর আবারো ঠিক হলো এবার আমরা অব্যশ্যই ঢাকায় যাবো!

কিন্তু আগের বারের মতো এবারও সেই ইচ্ছাটা ভেঙ্গে গেলো, তবুও কিছুই বলিনি, তবে খুব কষ্ট পাই যখন জানতে পারি আমার ফুুফুই বাবাকে নিয়ে যেতে বাধা দিয়েছে; তবে তাতেও কষ্ট ছিলো না, কারন সবটাই আল্লাহর ইচ্ছায়, আল্লাহভীরুদের ধৈর্য্য কখনও অপুরন থাকে না,

হতে পারে খুবই সামান্য কিন্তু অনেক ছোট ছোট ইচ্ছার অপূর্নতা অনেক কষ্টের. পরপর ৩ বার ঢাকা আসতে চাওয়া যখন বিফল হলো তখন আর কখনও যাওয়ার ইচ্ছাই করি নি..এভাবে ২০১৪-২০১৬ পর্যন্ত ৩ বার  থেমে যাওয়ার পর ২০১৮ সালের জানুয়ারীতে বিবাহ হয়,

বিয়ের পর যানতে পারি আমাকে ঢাকায় থাকতে হবে! এযেনো এক অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য. একমাস পরে ঢাকার পথে রওনা হলাম..দীর্ঘ নয় ঘন্টার জার্নির শেষে আমরা আমাদের বাসায় এসে পৌছালাম..

সাড়া পথ ছিলাম এক ছোট্ট সপ্ন পুরনের আনন্দে মেতে...আর মনে মনে চিৎকার করে বলতে থাকলাম যে আল্লাহতালা যদি চায়, তাহলে সবার ইচ্ছাই একটু

সময় নিয়ে হলেও পূরণ হয়. আজ দীর্ঘ পাঁচ বছর ধরে ঢাকায় আছি! ২০২২ সালে অর্থাৎ গত বছরে এখানকার ভোটার হয়েছি,

আল্লাহতালার ইচ্ছায় গত দুই বছরে এখানে আমাদের থাকার জন্য একটা বাড়িও হয়ে গেছে,

আল্লাহতালা একটা ছোট্ট ইচ্ছা কে এত সুন্দর ভাবে পুরা করে দিবে তা কখনো হয়তো কল্পনাও ছিল না,

তবে বিশ্বাস ছিল কোন একদিন আমি অবশ্যই দেখবো! বয়স অনেক কম ছিল তাই এতটাও ভাবিনি যে এত সামান্য একটা চিন্তা নিয়ে এত কেন ভাবছি,

কিন্তু এখনো দীর্ঘনিঃশ্বাস রয়ে গেছে, কারণ গত পাঁচ বছরে বাড়িতে গিয়েছি সম্ভবত  ৯ বার তাও ১ সপ্তাহের জন্য,

আর এখন শারীরিক অসুস্থতার কারণে বাসে উঠতে পারি না এবং এত লম্বা সময় বাসে বসে থাকার মত সক্ষমতা না থাকায় এখন আর বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না I

খুব ইচ্ছে করে যেতে কিন্তু এতো লম্বা জার্নি করার মতো শক্তি আল্লাহ তায়ালা সাময়িক ভাবে কেড়ে নিয়েছে l

এখন আমার সেই সপ্নের মহান ঢাকায়  ঘুরে ফিরে বুঝতে পারলাম এখানে আমার কল্পনার মতো কিছুই নেই শুধু বাস্তববাদী মানুষ ছাড়া,

শত আনন্দের পরেও আমার বাগেরহাট আমার বিশুদ্ধ নিঃশ্বাস,তবুও ভালোলাগে এখানে থাকতে কারন এটাই এখন আমার অস্থাই ঠিকানা..আল্লাহ তায়ালা আমাদের সবর(ধৈর্য্য) কে শক্তিশালী করুন! যাতে সুমিষ্ট ফলে লাভবান হতে পারি. আমি-ন l

বাস্তব জিবনে ছোট ছোট কিছু কল্পনা,সপ্ন, আশা, যা কিছুই আমাদে মন জুড়ে থাকুক না কেনো; সব কিছুই আমাদে হায়াতের বাইরে,

তাই প্রতিটা ইচ্ছা প্রতিটা সফর(ভ্রমন) হোক এক আল্লাহর সন্তুষ্টির জন্য, তবেই আখিরাতে লাভজনক হতে পারবো I

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ