চট্রগ্রাম এই দর্শনীয় জায়গার মধ্যে রয়েছেঃ পতেঙ্গা সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, পারকির সমুদ্র সৈকত, খৈয়চারা ঝরনা,
বায়েজিদ বোস্তামীর মাজার, চন্দ্রনাথ পাহাড়, ইত্যাদি। পতেঙ্গা সমুদ্র সৈকতঃ
রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর। কর্ণফুলি নদী আর সাগরের মোহানা অবস্তিত। সমুদ্রে পাড়ে ঘুরে বেড়ানোর জন্য আছে ঘোড়া, নাগর দোলা,
খাওয়া দাওয়ার জন্য রয়েছে দোকান, আর ও কত কি মাহময়া লেক।
মহমায়া লেক চট্রগ্রাম এর মিরসরাই অবস্তিত। পাহাড়ের কুলে ১১ বর্গ কিলোমিটারের জায়গায় মহাময়া লেক গড়ে উঠেছে। পাহাড়ের গায়ে বেয়ে আসে ঝর্ণার পানিতে ভিজিয়ে শরীরল আর মন কে প্রশানিত দেই।চন্দনাথ পাহাড়:
চন্দ্রনাথ পাহাড় অবস্তিত সিতাকুন্ড বাজার থেকে ৪ কিলোমিটার দূরে। পাহাড়ে যাওয়ার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্তাপনা দেখা যাই। চন্দ্রনাথ পাহাড়ের চুড়াই চন্দ্রনাথ মন্দির অবস্তিত।
চন্দ্রনাথ পাহাড়ে জেতে ঝর্ণা দেখা যাই।চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা ১১৫২ ফুট। হেটে উঠতে ১ঃ৩০ মিনিট লাগে। হিদুরা তাদের মঙ্গল কামনায় চন্দ্রনাথ মন্দিরে আসেন।
You must be logged in to post a comment.