আজকের বিষয় টা তাদের জন্য যারা কম খরচে কলকাতায় ভ্রমন করতে চান,তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
- ঢাকা থেকে বেনাপোল -৫৫০ টাকা (বেনাপোল এক্সপ্রেস ট্রেন)
- বেনাপোল থেকে বর্ডার-২০ টাকা (অটো)
- বর্ডার ট্রাভেল ট্যাক্স -৫৫০ টাকা
- বর্ডার টু স্টেশন -৫০ টাকা (সিএনজি)
- স্টেশন থেকে শিয়ালদহ -২০ রুপি (ট্রেন)
- শিয়ালদহ টু মারকিউস স্টিট -১২ রুপি (বাস)
- হোটেল -৪০০-১০০০ রুপি দর দাম করে উঠবেন।
মারকিউস স্টিট আশ পাশে ঘুরে দেখতে পারবেন অনেক সুন্দর একটি যায়গা ।
১.নিউ মার্কেট (হেটে গেলে (২-৩ মিনিট)
২. চান্দির চক,চান্দির চক যে জিনিস পাবেন না সেটা পুরো কলকাতায় পাবেন না( হেটে গেলে ৫ মিনিট)
৩.ইন্ডিয়ান মিউজিয়াম (বাইরের লোকদের জন্য টিকেট ৫০০ রুপি)
৪.ভিক্টোরিয়া মেমোরিয়াল ( টিকেট ১০০)
৫.হাওড়া ব্রিজ
৬.কফি হাউস
৬.নিকো পার্ক
৭. সাইন্স সিটি
এই ছাড়াও হিন্দু সম্প্রদায়ের মানুষজন জন্য রয়েছে নানা রকম মন্দির।।
খাওয়া দাওয়া - খালেক হোটেল এ করতে পারেন ১০০-১৫০ রুপি দিয়ে পেট ভরে খেতে পারবেন(গরুর কালা ভুনা -৫০,ভাত-২০,ভর্তা-১০,ডাল-১০)
আজ এই পর্যন্তই ভাল থাকবেন সবাই...।
You must be logged in to post a comment.