বছরের একটি অংশে বর্ষায় বাংলাদেশের অনেক জেলা পানিতে ডুবে যাই।তখন ভ্রমণ করার এক মাত্র বাহক নৌকা।
নৌকা ভ্রমনে সময় বিশেষ করে সন্ধ্যার শেষর দিকে সূর্য ডুবার আগ মুহূর্তে প্রাকৃতিক পরিবেশ কে গড়ে তুলে আরও মনোরম পরিবেশ এবং সুন্দর্যে ভরপুর।
নৌকা ভ্রমনে চারদিক খুলা আকাশে বাতাস আর পানির শব্দে আমাদের মনকে কেড়ে নিয়ে যাই অন্য রাজ্যে।
সন্ধ্যা শেষে রাতের অন্ধকারে নৌকা থেকে আবছা দেখা যাই,পাশাপাশি দূরে গ্রামের বাতির আলো গুলো নৌকা ভ্রমনকে গড়ে তুলে মনোরম পরিবেশ.
সেই অন্ধকারে আকাশের তারা গুলো মিটমিট করে জ্বলে, সেই সাথে নদী পথে লঞ্চ এর সংকেত শুনতে পাওয়া যাই।
মাঝে মাঝে নৌকার মাঝি যাত্রাপথে গান গাইতে থাকে।নৌকার মাঝিরা তাদের ভ্রমনে সময় মাঝ সাগরে জাল ফেলে মাছ দরার দৃশ্য দেখা যাই।যা সত্যি মনকে শীতল করে দেয়।
বাংলাদেশ নদী মাত্রিক দেশ। তাই এই দেশে নদী পথে চলার জন্য নৌকা ব্যবহার বেশি। তাই অধিকাংশ সময়ই মানুষ এর নৌকা ভ্রমন টা হয়ে থাকে তার পাশাপাশি নৌকা ভ্রমনের সৃর্তি গড়ে ওঠে।
You must be logged in to post a comment.