আস্সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ,আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের মন ভালো করার জন্য জেআইটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করে।
কেননা এখানে করা পোষ্ট সবার কাজে লাগে। তো আজকে আমি আপনাদের বাংলাদেশে চা এত বিখ্যাত হওয়ার গল্প বলতে এসেছি। তো শুরু করা যাক।
১-২শত বছর আগে। যখন আমার আম্মুর দাদা বেঁচে ছিল। তখন বাংলাদেশে একরকম কালা রঙের গরম পানি বিক্রি করা হতো। যার নাম দেয়া হয়েছিল "চা"।
তখন চায়ের কোনো দাম ছিল না।সবাইকে ফ্রিতে চা খাওয়ানো হতো। এরকম ভাবে খেতে খেতে সবার প্রিয় হয়ে উঠল "চা"।তারপর এর দাম ১ পয়সা করা হয়।
তখনও সবাই চা কিনে খেতো।যেহেতু চা খেতে খেতে সবার প্রিয় হয়ে উঠেছিল।তারপর এর দাম ৫পয়সা করা হয়।
তখনও সবাই খেতো। তারপর এর দাম বাড়াতে বাড়াতে ১টাকায় এসেছিল।তবে কেউ চা খাওয়া ছাড়েনি।এরপর ২টাকা থেকে ৩টাকা,৩টাকা থেকে ৪টাকা,৪টাকা থেকে বর্তমানে ৫টাকা হয়েছে। তবে আপনি খেয়াল করে দেখবেন চা খাওয়া এখনো কেউ ছাড়েনি।
টং এর দোকানে গিয়ে দেখবেন কত মানুষ চা কিনে খাচ্ছে।তাছাড়া, এখন মানুষ চা এর প্যাকেট কিনে বাড়িতে তৈরি করেও খাচ্ছে।বর্তমানে চা এর সাথে গুড়ো দুধ বা গরুর দুধ মিশিয়ে দুধচা ও খাওয়া হচ্ছে।
এক কাপ চা এর দাম যদি ১০০টাকায় বিক্রি করা হয় এবং এক প্যাকেট চা ১০০০টাকায় বিক্রি করা হয় তাহলেও দেখবেন চা খাওয়া কেউ ছাড়বে না।
এছাড়া, চা বর্তমানে অনেক রোগ প্রতিরোধ করতেও ভূমিকা রাখে।যেমনঃ জ্বর,মাথা ব্যাথা,সর্দি ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই।প্রতিদিন জেআইটিতে ভিজিট করলে এরকম অনেক শিক্ষাণীয় পোষ্ট পাবেন। ধন্যবাদ।
You must be logged in to post a comment.