জাহাজ পানিতে বাসে কেন

তো বস আজকে আপনাদের জন্য একটা চমতকার আর্টিকেল নিয়ে হাজির হলাম

আমাদের মনে একটা প্রশ্ন প্রায় ঘুরপাক খায় একটা ছোটো লোহা পানিতে ডুবে গেলে এত বড় জাহাজ কেনো পানিতে না ডুবে খুব সহজে পানিতে ভাসতে থাকে

তো আজকে আপনাদের সে সম্পর্কে বলব।

আমরা যারা সায়েন্স এর স্টুডেন্ট তারা এই বিষয় টা ভালো করে জানি।

আসলে লোহার তৈরি জাহাজ পানিতে বাসে কারণ জাহাজের ভিতর ফাপা। ফলে জাহাজ যে আয়তন এর পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজন এর চেয়েও বেশি হয়।

এই কারণে লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে ( রয়েল গাইড পৃষ্ঠা 482)

আসলে সামনে ssc পরীক্ষা তাই পদার্থ বিজ্ঞান এর 5 ordda এর প্লাবতা পড়তে ছিলাম এমন সময় দেখি মৃত সাগর নামে একটা সাগর আছে যা জরডানে অবস্থিত। এই সাগরে মানুষ কখনো ডুবে না.

তার কারণ হলো এই সাগরে এত পরিমাণ লবণ আছে যে তার ঘনত্ব এত বেশি যে তা মানুষের ঘনত্ব থেকে বেশি তাই এখানে মানুষ ডুবে যায় না।

আরেকটা জিনিস হলো ভালো ডিম কে পানিতে রাখলে তা পানিতে বাসে না এবং খারাপ ডিম রাখলে তা বাসে এর কারণ হলো

অপসারিত পানির ওজন থেকে বস্তুর ওজন কম বা বেশি হওয়ায়।

আমরা জানি কোনো বস্তু তরলে বাসা এবং নিমজ্জিত হওয়ার সূত্র গুলো হল

1,বস্তুর ওজন, অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে.

2,বস্তুটি র ওজন অপসারিত পানির ওজনের সমান হলে বস্তু টিকে পানির ভেতরে যেখানে রাখা হবে বস্তুত সেখানে থাকবে উপরে ও উঠবেন নিচে ও নেমে যাবেনা।

3,বস্তু তীর ওজন অপসারিত পানির ওজন থেক কম হলে বস্তুটি পানির মধ্যে বাসবে

আমাদের ssc পরীক্ষা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেনো ভালো একটা রেজাল্ট পাই।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles