আমরা ফেসবুকে অন্যের রোমান্টিকতা,হাসি,দুঃখ,সুখের ভিডিও চিত্র দেখে নিজেকে তার ভিতরে কল্পনা করতে শুরু করি। ভাবনা আসে ইশশ্ তাদের মত যদি আমার ইচ্ছাটা প্রকাশ করতে পারতাম। যদি পারতাম তাদের মত সম্পর্ক গড়ে তুলতে।
তারা কত সুখি,আহ কত রোমান্টিক,তারা কত সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছে। এসব দেখে আফসোস করি।আমাদের কল্পনা থাকে ওই মুভিটার মত রোমান্টিকতা,ওই নাটকটার মত ভালোলাগা,ওই গানের লিরিক্সের মত আমাকে বুঝবে,ওই কাপলটার মত আমাকে খুজবে সারাক্ষণ, উপন্যাসের চরিত্রের মত আমাকে খুজবে।
একটু ভাবুন এ থেকে কিন্ত আমরা ভুলে যাচ্ছি আমাদের ব্যক্তিত্ব। আমাদের নিজেদের সৃজনশীলতা দিনে দিনে বিলীন হয়ে পড়ছে। আমাদের মস্তিষ্কে বাসা বাধছে অন্যের স্বপ্নগুলোকে নিজের মধ্যে কল্পনা করা।
আমাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে সেটার প্রতিনিয়ত অনুভূতি লোপ পাচ্ছে। এর থেকে সৃষ্টি হচ্ছে সম্পর্কের ছাড়াছাড়ি,বেড়ে চলছে সম্পর্কের দুরত্ব।
আমাদের খেয়াল খুশি নিজেদের ভিতর ধরে রাখতে পারছিনা। নিজের মত করে প্রিয় মানুষকে ব্যক্ত করতে পারিনা, তাই এতো অল্পতে আমাদের দুঃখ পেতে হচ্ছে।এই ইন্টারনেট,সকল সামাজিক যোগাযোগ সাইট থেকে একটু দুরে থাকুন,একটু প্রিয় মানুষকে সময় দিন নিজের মত করে।
তার সাথে একটু হাসি খুশি সময় কাটান।তাকে তার মত করে ভাবুন। স্মরণীয় কিছু মুহুর্ত কাটান। দেখবেন প্রিয় মানুষের কাছে আপনি কতটা মূল্যবান।
নিজের আবেগ,অনুভূতি গুলো কারোর কাছে প্রকাশ না করে অন্তত প্রিয় মানুষকে বলুন আপনার জীবনটা সুখময় হবে।নিজের অনুভূতি বাইরে প্রকাশ না করে তাকেই বলুন যার প্রতি আপনার ভালোবাসা।ভালোবাসুন,ভালো থাকুন..
You must be logged in to post a comment.