আপনার কাছেও তো আজ কাল পরশু রয়েছে। এই দিন গুলোর ভিতরে হয় নিজেকে গড়বেন যদি না হয় তাহলে জীবনে অসফল ই থেকে যাবেন।
একটা ঈগল ৭০ বছর পর্যন্ত বাঁচে রাজার মতো । যখন সে ৪০ বছরের হয় তখন সে আর শিকার করতে পারেনা, তার ঠোট নিচের দিকে বেঁকে যায়। তার পাখনা ভারি হয়ে আসে, সেটা তার বুকে আটকে যায় ।
এর ফলে সে ঠিকভাবে উড়তে পারেনা। এখন ঈগলের কাছে ২টো চয়েস আছে হয় মরতে হবে না হয় নিজেকে গড়তে হবে, কারন সে আর উড়তে পারবেনা, শিকার করতে পারবেনা, তার নখগুলো আর ধারালো নেই এবং পাখনা গুলো সব ভারি হয়ে গেছে।
ঐ সময় সে তার এলাকার সবথেকে উচু পাহাড়ে চলে যায়, এবং সে তার ঠোঁটটিকে পাথরে ভাঙ্গতে থাকে । ভাঙ্গার সময় ঠোঁট দিয়ে প্রচুর রক্ত পড়ে, সে এটাকে নির্দিধায় সহ্য করে ।
আর একইভাবে পায়ের নখগুলোকেও ভাঙ্গতে থাকে এবং ৩ মাস পর আবার নতুন ঠোঁট আর নখ গজাতে শুরু করে । নতুন ঠোঁট দিয়ে সে তার পালকগুলোতে ছিড়তে থাকে।
কারন, তার ডানা গুলো অনেক ভাড়ি হয়ে গেছে । আর ডানা দিয়ে রক্ত ঝড়তে থাকে । প্রত্যেকটা ঈগল এ সময়টাকে পার করে । তিন মাস যন্ত্রনা সহ্য করে আরো রাজার মতো ৩০ বছর বাঁচে ।
**আপনাকেও আজ অবশ্যই কষ্ট সহ্য করতে হবে, হতে পারে কয়েকদিনের কষ্ট আপনাকে সফলতার চরম পর্যায়ে পৌঁছে দিবে ""ইনশাআল্লাহ"" ।
You must be logged in to post a comment.