ইমেইল হলো ইলেকট্রনিক মেইল যার অর্থ ইলেকট্রনিক চিঠি। ইন্টারনেট ব্যবহার করার জন্য ইমেইল ঠিকানা খোলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তাই আমাদের জন্য ইমেইল ঠিকানা খোলার নিয়ম জানা জরুরি।
ইমেইল আইডি খোলার নিয়মগুলো হলো-
১.ইমেইল আইডি খুলতে হলে সর্বপ্রথম আমাদেরকে ঠিক করতে হবে কোন ইমেইল সেবাদাতার মাধ্যমে ইমেইল ঠিকানা খুলব। যেমন;
জিমেইল, ইয়াহু মেইল, হটমেইল ইত্যাদি।
২.ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার কিংবা মোবাইল ফোনে ব্রাউজার চালু করে পছন্দের সেবাদাতার সাইটে (যেমন; http://www.yahoo.com)প্রবেশ করতে হবে।
৩.সাইটিতে প্রবেশ করার পর ইমেইল ঠিকানা খুলতে হলে সাইন আপ করতে হবে। এই সাইন আপ করার নিয়ম কিছুটা ব্যত্রিক্রম ছাড়া প্রায় সকল সাইটে একই।সাইন আপ করার পর একটা ফরম আসবে।
৪.ফরমটিতে ব্যক্তিগত তথ্যাদিসহ আইডি ও পাসওয়ার্ড গোপনীয়ভাবে সংরক্ষণ করতে হবে। অন্যথায় যে কেউ এই সাইটিতে প্রবেশ করতে পারে।তবে আইডিটির দৈর্ঘ্য ৪-৩২ক্যারেক্টার এবং পাসওয়ার্ডের দৈর্ঘ্য ৬-৩২ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
৫.তারপর সাইটির পরামর্শ অনুযায়ী সর্বশেষে creat account-এ ক্লিক করলেই ইমেইল ঠিকানা খোলা সম্পন্ন হয়ে যাবে।
You must be logged in to post a comment.