পার্লারের মতো ফেসিয়াল এখন ঘরে বসে?

সুন্দর ওআর্কষণীয় ত্বক সবার কাছে পছন্দের। সুন্দর ত্বক পেতে হলে   ঠিকমত যত্ন ও পরিচর্যা জরুরি। আমাদের ত্বকের  ভেতরে জমে থাকা ময়লা ও ধুলাবালি ত্বককে আরও দূষিত করে ফেলে যা আমাদের ত্বকে ব্রন,মেছতা ও বলিরেখার মতো নানা সমস্যার সৃষ্টি করে ফলে চেহারার সৌন্দর্য হারিয়ে যায়  ।    

সৌন্দর্য   ফিরে পেতে ত্বকের ভিতরে জমে থাকা  ধুলাবালি দুর করতে আমাদের ফেসিয়াল করতে হয় আর পার্লারে যাওয়ার প্রয়োজন হয় যা সকলের সাধ্যে হয় না ও অনেক ব্যয়বহুল।

আসুন আমরা  নিচের ঘরোয়া টিপসটি  অনুসরন করে ঘরোয়া পদ্ধতিতে  ফেসিয়াল করব ।

ঘরোয়া  ফেসিয়াল টিপস :

১। আমরা ফ্রিজে রাখা ছোট  আকারের বরফের টুকরো  ত্বকে ঘষে নেব। ফরে ত্বকের ভেতরে জমে থাকা ময়লা বের  হয়ে  আসবে ও ত্বক পরিষ্কার হবে।

২। এবার  এ কটি  মিশ্রন তৈরি করতে হবে  যার মধ্যে  ১ চামচ শসার রস, ১ চামচ আলুর রস,১ চামচ গুড়া দুধ , ১ চামচ চিনি গুড়া ও ১ চামচ মধু নিয়ে সবগুলো উপকরন ভালোভাবে মিশিয়ে নেব। চিনি ত্বকের  ব্লিচ হিসেবে কাজ করে এতে আরও বেশি ফর্সা হয় ।

৩। এরপর মিশ্রণটি  ত্বকে লাগাতে হবে এবং শুকানোর পর  ঠান্ডা পানি  দিয়ে ধুয়ে নিতে হবে।    

সপ্তাহে ৩ দিন এই  ফেসিয়ালটি  করতে পারেন এবং পেয়ে যান ফর্সা ,আর্কষনীয় ও দাগমুক্ত সুন্দর ত্বক  ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

I am student and housewife. Iam student of BBA department in accounting at sirajgonj govt.college..I live in sirajgonj district in bangladesh and I am muslim. I like content writting in my free time..