রেল ভ্রমণকারীদের জন্য একটি প্রয়োজনীয় এপস

রেল ভ্রমণকারীদের জন্য একটি প্রয়োজনীয় এপস : আজ আপনাদেরকে এমন একটি এপস এর সাথে পরিচয় করিয়ে দিব যেটি ব্যবহার করলে আপনাদের রেল জার্নি হবে সহজ এবং ঝামেলাবিহীন।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

এই এপস ব্যবহারে  আপনি (২০ বার ফ্রি) ট্রেনের অবস্থান নির্ণয় করতে পারবেন। এছাড়াও জেনে নিতে পারবেন ট্রেনের সময়সূচী  এবং চলাচলের রাউট।

তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক,

আজ যেই অ্যাপস এর সাথে পরিচয় করাবো সেটি হচ্ছে BR Explorer এপস। প্রথমেই এক নজরে দেখে নি এই এপস এর মাধ্যমে আপনি কি ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।

রেলের বর্তমান অবস্থান নির্ণয় করতে পারবেন।

  • টিকিট কাটতে পারবেন।
  • ভাড়া জানতে পারবেন।
  • হারানো /প্রাপ্তির ঘোষণা দিতে পারবেন।

কার্যপদ্ধতি বর্ননা করা হলোঃ-

[ আরেক টা কথা না বললেই নয়, আর তা হলো রেফার কোড না দিলে ফ্রি ক্রেডিট পাবেন না ]

রেফার কোডঃ  IUQWZ36812

প্রথমে প্লে স্টোর থেকে BR Explorer এপসটি ডাউনলোড করে নিবেন। অথবা এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন।

এরপর এপসটি ওপেন করে নিচের পদ্ধতিগুলো স্টেপ বায় স্টেপ অনুসরণ করুন।

  • ওয়েলকাম মেসেজ থেকে ক্লোজ বাটনে চাপ দিন।

  • সাইন-আপ করতে এখানে ক্লিক করুন।

  • ফোন নাম্বার – ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন- আপ করুন এখানে রেফার কোড দিনঃ IUQWZ36812

[রেফার কোড বাধ্যতামূলক দিতে হবে, না দিলে ফ্রি ক্রেডিট পাবেন ]

[ ******রেজিস্ট্রেশন করতে এন-আইডি লাগবে না। এন আইডি না থাকলে স্থানটি খালি রাখুন। তবে যদি আপনি টিকেট কাটেন এই এপস থেকে, তাহলে অবশ্যয় NID কার্ড প্রদান করতে হবে। ********* ]

  • এন-আইডি ছাড়া আপনি টিকিট কাটতে পারবেন না। এই বার্তাটিতে সম্মতি দিন । অন্যথায় এন আইডি প্রদান করুন।

  • আপনি যদি একজন ডাক্তার হন তাহলে হ্যা দিন অন্যথায় না বাটনে চাপ দিন।

  • লগইন এর স্থানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিন 

  • Sign in বাটনে চাপ দিন।

  • আপনি এখানে যে নাম্বার জাবে সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড প্রদান করুন।

  •  রেল ট্রেক করতে সার্চ বাটনে চাপ(Click) দিন।

  • এখান থেকে শুরুর স্টেশন থেকে গন্তব্যর স্টেশন সিলেক্ট করে রেল ট্র্যাক করতে পারবেন , এছাড়াও ডান পাশের ট্যাব থেকে ট্রেনের নাম অনুসারে ট্র্যাক করতে পারবেন।

  • এখান থেকে সিলেক্ট ট্রেন বাটনে চাপ দিন।

  • নাম অনুসারে ট্রেন সিলেক্ট করুন।

  • ট্রেন সিলেক্ট করার পর ট্রেনের রাউট দেখতে পারবেন। বর্তমান অবস্থান জানতে Locate Train বাটনে চাপ দিন ।

  • চার্জ এপ্লাই এর স্থানে (হ্যা) বাটনে চাপ দিন। উল্লেখ্য হলো , এটি আপনার ফোনের ব্যালান্স কাটবে না , বরং এপসে থাকা ক্রেডিট থেকে কাটবে। যা, রেফার কোডে জয়েন করার জন্য ২০ টি ফ্রি পাওয়া যায়।

বর্তমানে রেলের অবস্থান , বিলম্ব, কোচ সংখ্যা এবং কোচের অবস্থান শুরুতে নাকি শেষে সেটি অতি তারাতারি নির্ণয় করতে পারবেন।

ক্রেডিট চেক করতে Homepage থেকে My Account অপশনে চাপ (Click) দিন।

আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ