আসসালামু আলাইকুম প্রিয় পাঠকগন,আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে কিং অব ফুটবল লিওনেল মেসির অজানা কিছু কথা শেয়ার করবো।
লিওনেল মেসি নামটা শুনলে এমন একজন খেলোয়ার কথা চোখে ভেসে উঠে,যাকে বলা হয়-( কিং অব ফুটবল) ফুটবলের রাজা।যেই কিনা এখন পর্যন্ত ফুটবলের রাজত্ব করে চলেছে। ফিফা কিংবা লীগ সব জায়গায় তার রাজত্ব চলে।সবাইকে অভাক করে, যিনি পাঁচবার (ব্যালন ডি অর) জিতলেন,সেই তিনিই বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি।
লিওনেল মেসিঃ
১.চ্যারিটেবল ট্রাষ্ট ইউনেস্কোর ৪৭% আয় আসে মেসির দান থেকে।
২.সারা বিশ্বের ১৮৯টি দেশের ৮৬৪৩ টি স্কুল তৈরী করেছে মেসি।
৩.লিওনেল মেসি বছরে ৪০মিলিয়ন শিশুদের স্কুলের ব্যয় বহন করে।
৪.লিওনেল মেসি বার্সেলোনা থেকে মিলিয়ন মিলিয়ন ইউরো নিলেও, এই অর্থ বেশি দান করেন বার্সার যুব প্রকল্পের লা মাসিয়াতে,যেখানে মেসি নিজেই বড় হয়েছেন।
৫.মেসি চ্যারিটেবল ট্রাষ্ট মেসি ফ্রাউন্ডেশন বছরে ১০ মিলিয়ন পথ শিশুদের আর্থিক এবং সামাজিক সমস্যার সমাধান করে থাকে।
৬.লিওনেল মেসি কর ফাঁকি মামলায় পাওয়া ৬৫ হাজার ইউরো,গরীব দুঃখীদের মাঝে দান করে দেন।
৭.মেসি বিশ্বকাপে রার্নাস-আপে পাওয়া পুরো টাকা আর্জেন্টিনার একটি হাসপাতালে দান করে দিয়েছেন।
৮.ইহুদী ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা করেছিলো -তখন মেসি বলেছিলো আমি ঘৃণা করি ঐ সমস্ত ব্যাক্তিদের, যারা শিশুদের উপর আঘাত করে। পরে সেই ফিলিস্তিনে গিয়ে শিশুদের দান করেছেন ১০মিলিয়ন ইউরো।ফোর্বেস এর তালিকায় মেসি সেরা ৫০ ডোনেটরের মধ্যে আছে।
সকলকে আল্লাহ তায়ালা ভালো রাখুক।আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.