তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপ পরিচিতি

স্কাউট কার্যক্রম দেহ ও মন বিকশিত করতে সহায়তা করে। শিক্ষার্থীর সংখ্যায় এশিয়া মহাদেশের বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর অর্ধশত বছরের ঐতিহ্যবাহী। সরকারি তিতুমীর কলেজের রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের আওতায় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

কলেজের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে দুটি গার্ল-ইন রোভার ইউনিটসহ মোট ৫ টি (পাঁচটি) ইউনিটে ৯ জন সুদক্ষ রোভার স্কাউট লিডার এবং ১২০ জন রোভার স্কাউট সদস্য / সহচরের সমন্বয়ে গ্রুপটি কার্যক্রম পরিচালনা করছে।

প্রাতিষ্ঠানিক গ্রুপ হওয়ায় বর্তমানে প্রতিষ্ঠান প্রধান প্রফেসর তালাত সুলতানা গ্রুপ সভাপতি এবং উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের নির্বাচিত কোষাধ্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন স্কাউটার ফরিদা ইয়াসমিন এএলটি, (সহযোগী অধ্যাপক, দর্শন) সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

গ্রুপটিতে এপর্যন্ত রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্ত রোভার সংখ্যা ৫জন (পাঁচ জন)।

সর্বশেষ ২০১৪ সালে গার্ল-ইন রোভার মৌসুমী আক্তার এই অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়াও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডসহ অন্যান্য অ্যাওয়ার্ড অর্জনে গ্রুপের সফলতা লক্ষণীয়।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে গ্রুপটি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে নানান কার্যক্রম বাস্তবায়ন করছে। ওয়েবসাইটটি পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয় গ্রুপে অন্যতম দক্ষ রোভার স্কাউট মো. আমীর হামজাহ্'কে।

কলেজের বিভিন্ন অনুষ্ঠান, জাতীয় দিবসসমূহ উদযাপন, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান, ডে ক্যাম্প, রক্তদান কর্মসূচিসহ সমাজসেবামূলক প্রশংসনীয় স্কাউট কার্যক্রম বাস্তবায়ন করছে।

সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপ। অতি সম্প্রতি গ্রুপটি বান্দরবানের লামা কোয়ান্টাম মেডিটেশন সেন্টারে শিক্ষামূলক অ্যাডভেঞ্চার ক্যাম্প বাস্তবায়ন করেছে। 

রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে গ্রুপটি অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়মিত স্তর উন্নয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্যাম্প-কোর্সে রোভার প্রেরণ,

করোনাকালীন (কোভিড-১৯) ভার্চুয়াল ক্রুমিটিং বাস্তবায়নসহ সৃজনশীল কৌশল অবলম্বনে কাজ করছে। গ্রুপটি রোভারদের শিষ্টাচার নিয়ন্ত্রণে কঠোর সতর্কত অবস্থানে নিয়মিত কাউন্সিলিং বাস্তবায়ন করে।

রোভারদের দক্ষতা উন্নয়নে উৎসাহীত করতে গ্রুপের পাঁচটি ইউনিটের সমন্বয়ে ২০১৯-২০২০ কার্যমেয়াদে প্রথম বারের মতো গ্রুপ পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৯-২০২০ কার্যমেয়াদে গ্রুপ পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে মনোনীত হন রোভার স্কাউট মো. আমীর হামজাহ্।

২০২৫ সালের মধ্যে ন্যূনতম ২৫ জন রোভার স্কাউট এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে রোভার প্রোগ্রাম বাস্তবায়নে অগ্রসর ভূমিকায় কাজ করছে ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপ।

রোভার স্কাউট ডেনের অবস্থান: কক্ষ নং ৪১০৩, সম্মান ভবন নিচতলা, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।

মো. আমীর হামজাহ্

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles