আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকবিন্দ, আসা করি সবাই ভাল আসছেন। বাংলাদেশে এখন শিতের মৌসুম শুরু হতে যাচ্ছে। আমারা সবাই জানি যে শিত মৌসুমে আমাদের বাড়ি ঘরে সাপের উপরদ্রপ বেরে যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে।
কারন আমাদের গ্রামের বারি গুলো চারি পাশে, বিভিন্ন রকম বাগান , ঝপ জংগল, বা পুকুর থেকে থাকে। এসব স্থানে বিচরণকিত সাপ শিতের সময় বাড়ি ঘরে এস আশ্রয় নেয়।
এ সময় সাপে কাটা রুগির সংখ্যা অনেক বৃদ্ধি পায়, বেরে জায় সাপে কেটে মৃত্যুর সংখ্যা।
তাই সাপের উপদ্রপ থেকে বাজতে আমাদের বারতি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রথমে আমাদের বাড়ির চারি পাশ বা আংগিনা পরিস্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। চারি পাশের আগাছা কেটে পরিস্কার করে ফেলতে হবে।
অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন, ভাংগা হারি পাতিল, কলসি, সাইকেল এর টায়ার ইত্যাদি বাড়ির আনাচ কানাচে রাখা যাবে না।
অনেক সময় আমরা মাছ আষ্টে, বা মাংসের হাড্ডি , তথা খাবারের উচ্চিষ্ট বাড়ির আনাচে কানাচে ফেলে থাকি। ব্যাং বা ইদুর এই সব ময়লা খেতে আসে আর এই সব ব্যাং, ইদুর পোকামাকড় খাবার জন্য সাপ এসে থাকে। কাজে এগুলো বাড়ির আংগিনা থেকে দূরে একটি নিদিষ্ট স্থানে ফেলতে হবে।
অব্যবহিত পুরাতন জুতা আমারা সাধারণত খাট বা চকির নিচে ফেলে রাখি। দিরঘ্য দিন জুতা গুলো এক স্থানে পরে থাকায়, ইদুর বা পুকা মাকর জুতার মধ্য বাসা বাধে। আর এই ইদুর বা পুকা মাকর খেতে এসে সাপ এই জুতার মধে আশ্রয় নেয়। এই অপ্রয়োজনীয় জুতা গুলো সরিয়ে ফেলতা হবে।
শিতের সময় সাপ ইট বা ইটের খোয়ার মধ্যে বেশি আশ্রয় নেয়, কাজে অব্যবহিত ইট বা ইটের খোয়া ঘরের আনাচে কানাচে রাখা যাবে না।
গোয়াল বা রান্না ঘরের খাড়ির মাচার নিচে পরিস্কার করে ফেলতে হবে। কারন খরির বা বিচুলির মাচার নিচে, সচারাচর সাপ আশ্রয় নিয়ে থাকে। এবং মাচা থেকে খরি বা বিচুলি পারার সময় বারতি সতর্কতা অবলম্বন করতে হবে।
আর আমাদের বাব্যহিত নতুন জুতা গুলো প্রতিদিন ব্যবহারের সময় চেক করে দেখতে হবে। কারন শিতে আরামের জন্য সাপ অনেক সময় রাতে জুতার মধ্য আশ্রয় নেয়।
আমাদের বিছানায় গুছিয়ে রাখা লেপ বা কম্বল রাতে ঘুমতে জাবার সময় ভাল করে চেক করে দেখতে হবে।
সাপ বিছানায় গুছিয়ে রাখা লেপ বা কম্বল এর মধ্যে আশ্রয় নিতে পারে। কাজেই বিছানা ভাল করে ঝেরে পরিস্কার করে নিতে হবে।
বাড়িতে একটা বোতলে কার্বলিক এসিড রেখে বোতলের মুখ খোলা রাখলে সাপের উপদ্রপ কম হবে।স্প্রে করে বা বাড়ির চারিদিকে ছিটিয়েও দিতে পারেন।তবে,সাবধান বোতলটা এমন জায়গায় রাখবেন না যেন এটা উল্টে কারো গায়ে পড়ে। এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে।৷ আর কার্বলিক এসিড সব সময় কাচের বোতলে রাখবেন।
আবার বাড়ির চারপাশে কার্বলিক এসিড স্প্রে করতে পারেন । এর ফলে বাড়িতে প্রবেশ কমে আসবে।
বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখতে পারেন, তাতে ঘরে পোকামাকড়-সাপের উপদ্রব থেকে অনেকটা মুক্তি পাবেন।
সাপ তাড়াতে বাড়ির চারপাশে সালফার পাউডার ছড়িয়ে রাখতে পারেন, এর গন্ধে সাপ বাড়ির ভিতরে ঢুকতে পারবে না।
You must be logged in to post a comment.