তো বস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা এমন আর্টিকেল যা আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে বস।
অনেকের চোখের নীচে কালো দাগ হয় এর নাম ডার্ক সার্কেল।
এটা কোনো হয় এটা কি ভাবে দূর করব?
তো বস আপনাদের বলি বেশির ভাগ ক্ষেত্রে অনেক দেরিতে ঘুমাতে গেলে বা অতিরিক্ত চিন্তা করলে এমন হয় আবার অনেক পরীক্ষার্থী আছে যারা রাত জেগে জেগে পড়ে তাদের ও এইগুলো হয়।
আবার অনেক বেশি কান্না কাটি করলে ও এমন হয়।
আর সারারাত জেগে মোবাইল ফোন ব্যবহার করলে ও এমন তা হয়। কি ভাবে এটা দূর করবেন : আমি কয়েক তা পদ্ধতি এর কথা বলব যা আমি নিজে ও ইউজ করি বস।
1; আপনার ঘরে শসা কে গোল করে কেটে রাতে ঘুমানোর আগে 15 চোখে দিয়ে রাখুন। তারপর পুরো মুখ ধুয়ে নিন এভাবে 1 মাস নিয়মিত ব্যবহার করলে ডার্ক সার্কেল চলে যাবে।
2; একটা কথন কে গরুর দুধ এর মধ্যে ভিজিয়ে তা আপনার চোখের নীচে লাগিয়ে 20 মিনিট রাখুন তারপর মুখ পানি দিয়ে দুই এ নিন, এভাবে 2 সপ্তাহ করলে ডার্ক সার্কেল দূর হবে।
3; আপনার বাড়িতে যে ক্রিম আছে তা প্রতিদিন চোখের নীচে একটু লাগিয়ে রাখুন, তাহলে আপনার ডার্ক সার্কেল দূর হতে পারে।
বিদ্রোহ ( অতিরিক্ত ক্রিম লাগালে আপনার চোখের নীচে র চামড়া নষ্ট হয়ে যেতে পারে, আর স্ক্রিন সাইন ক্রিম তা না লাগানো ই ভালো কারণ ওইটা ব্যবহার করলে চোখের নীচের অংশ এর চামড়া উঠে যাবে)
4; আমাদের যাদের বাড়িতে এইগুলো কিছু নাই তারা আলু কে শসা এর মত করে কেটে চোখে লাগান এতে ও ভালো রেজাল্ট পাওয়া যাবে,. 10 - 20 দিন ইউজ করেন।
5; রাত 11 তা এর সময় ঘুমাতে হবে এবং 6 তার আগে উঠার চেষ্টা করতে হবে। কারণ না ঘুমানোর কারণে ও ডার্ক সার্কেল হয়।
তো বস আমি ডার্ক সার্কেল সম্পর্কে যা যা জানি তা বলার সম্পূর্ণ চেষ্টা করেছি আর এই পদ্ধতি গুলা আমি নিজে ব্যবহার করি।
3 নাম্বার পদ্ধতি তা ইউজ করাই আমার ডার্ক সার্কেল অনেক তা কমে গেছে।
তো বস আজকে র জন্য এইটুকু।
আপনার কি সম্পর্কে আর্টিকেল পেতে চান তা অবশ্য কমেন্ট এ জানাবেন।
You must be logged in to post a comment.