পুলিশের এস আই পরীক্ষায় কিভাবে অংশগ্রহন করবেন?

পুলিশের এস আই(সাব ইন্সপেক্টর) পরীক্ষায় কিভাবে অংশগ্রহন করবেন?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ শতবছরের একটি ঐতিহ্যবাহী সংগঠন।মানুষের সেবার মহান ব্রত নিয়ে আপনিও এই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারেন।বাংলাদেশ পুলিশে তিনভাবে নিয়োগ হয়ে থাকে।

  1. বিসিএস পুলিশ 

  2. সরাসরি এস আই তথা আউটসাইড ক্যাডেট

     3.কন্সটেবল

সরাসরি এস আই হিসাবে নিয়োগ পেতে হলে নিম্ন লিখিত যোগ্যতা থাকা আবশ্যক।

১। প্রার্থী অবশ্যই স্নাতক /ব্যাচেলর ডিগ্রী অর্জনকারী হতে হবে।অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।

২। প্রার্থীর শারিরীক উচ্চতা ৫ ফুট ০৪ ইঞ্চি(পুরুষ) নারী দের ক্ষেত্রে ০৫ ফুট ০২ ইঞ্চি হতে।বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি

৩। বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।মুক্তিযোদ্বার সন্তান হলে ১৯ থেকে ৩২ বছর প্রযোজ্য।

উপরে উল্লেখিত যোগ্যতা থাকলে আপনি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন সহজে।

কি কি পরীক্ষায় অংশগ্রহন করতে হয় ?

অনেকের মনে ধারনা পরীক্ষা মনে হয় অনেক কঠিন ,আসলে একেবারে সহজ কিছু নিয়মের মধ্যে গেলেই উত্তীর্ন হওয়ায় যায়।

পরীক্ষার জন্য আবেদন করার পর বিভিন্ন পুলিশ লাইন্সে প্রাথমিক বাছাই হওঁয়। সেখানে সাধারনত

১। শারিরীক মাপ

২। দৌড়,হাই জাম্প,লং জাম্প ইত্যাদি অনুষ্ঠিত হয় ।

৩। কাগজপত্র যাচাই বাছাই হয় ।

এই বিষয়গুলুই উত্তীর্ন হলে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করা যায়।

যারা ছোটবেলা থেকে খেলাধুলা করেন বা হালকা ব্যায়াম করেন তাদের জন্য এই শারিরীক পরীক্ষাগুলুয় উত্তীর্ন হওয়া কোন ব্যাপার না।

লিখিত পরীক্ষায় কি কি আসে?কি কি পড়তে হবে?

লিখিত পরীক্ষা তিনটি ধাপে হয়

১। ইংরেজী,বাংলা রচনা ও কম্পোজিশন(১০০ নম্বর)

২। সাধারন জ্ঞান এবং পাটিগনিত(১০০ নম্বর)

৩। মনস্তত্ত্ব(২৫ নাম্বার)

ষষ্ঠ শ্রেনী থেকে নবম দশম শ্রেনীর বাংলা ইংরেজী পাটিগনিত সাবজেক্ট গুলু ভালো করে পড়লে অনেক সহজে লিখিত পরীক্ষায় পাস করা যায়। বর্তমানে কেন্দ্রীয় ভাবে সকল পরীক্ষার খাতা দেখা হয় ।

কোন ধরনের কোন পক্ষপাতিত্বের সুযোগ নেই।মোবাইলে এস এম এসের মাধ্যমে ফলাফল জানানো হয়। চূড়ান্ত ভাবে মনোনীরা সিভিল সার্জন অফিসে একটি মেডিকেল পরীক্ষায় অংশগ্রহন করতে হয় ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ন হলে ভাইবার জন্য ডাক পড়বে।ভাইবা পুলিশ হেডকোয়ার্টার অনুষ্ঠিত হয়।

যে বিষয়গুলু অবশ্যই মনে রাখতে হবে 

১। কোনভাবেই কোন পরীক্ষার আগে কোন প্রতারক চক্রের কথায় টাকাপয়সা দেওয়া যাবেনা।

২। শারিরীক পরীক্ষায় অংশগ্রহনের কয়েক দিন আগে সকাল বিকাল মাঠে একটু শারিরীক কসরত করলে ভালো হয় 

৩। বি সি এস এর জন্য যা যা পড়া হয় তা পড়লেই ভালো প্রস্তুতি সম্পন্ন হয়। এছাড়া সাব ইন্সপেক্টর নিয়োগ একটি গাইডবই পাওয়া যায় এই বইটি সংগ্রহ করলে ভালো গাইডলাইন পাওয়া যায়।

আশা করি এভাবে প্রস্তুতি নিলে চ্যালেঞ্জিং পেশা হিসাবে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হওয়া যাবে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
MD. HAFIZUR RAHMAN - Mar 7, 2023, 8:24 PM - Add Reply

Nice

You must be logged in to post a comment.
MD. HAFIZUR RAHMAN - Mar 8, 2023, 12:40 AM - Add Reply

Thanks

You must be logged in to post a comment.
Sadik Mahmud - Mar 10, 2023, 10:43 PM - Add Reply

Nice

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আমি হুমায়ুন কবির,শখের বশে লিখি।কিছু জানাতে পারলে খুশী হবো।