ওই দূর আকাশের তাঁরা গুলো হচ্ছে গ্রহ আমরা সকলেই জানি কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমাদের জীবনের লক্ষ্যই জানি না।সবাই জানি,জীবনে বেঁচে থাকতে হলে কোনো না কোনো লক্ষ্যের প্রয়োজন হয়,
তেমন: রিকশাচালকদের লক্ষ্য থাকে আজ ওর থেকে বেশি যাত্রি আমি নিব;ডাক্তারদের লক্ষ্য থাকে ওই রোগীকে বাঁচাতেই হবে; ইঞ্জিনিয়ারদের লক্ষ্য থাকে প্রোজেক্টটা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে;আর শিক্ষকদের লক্ষ্য থাকে তাদের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা প্রভৃতি।
এখন ভাবুন আপনার লক্ষ্য কি?
আপনারা হয়তো ভাবছেন আপনার লক্ষ্য ডাক্তার, ইন্জিনিয়ার বা অন্য কিছু কারণ এ কাজটির মাধ্যমে আপনি সুন্দর একটি জীবন কাটাতে পারবেন, এছাড়া এই লক্ষ্য পূরণের জন্য আপনার কোনো টান নেই তাহলে ভেবে নিবেন এটা আপনার জীবনের লক্ষ্য নয়।
কারণ আপনার জীবনের লক্ষ্য হবে সেটা হবে আপনার পছন্দের কাজ যেই কাজ করতে আপনি কখনো বিরক্তি অনুভব করেন না এবং যেই কাজের জন্য আপনি পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করতে পারবেন।আমি মজা করছি না তাই কেউ মজা ভাববেন না।
জীবন লক্ষ্য নিয়ে একটি উক্তি আছে,
তুমি ঘুমিয়ে যে স্বপ্ন দেখো
সেটা তোমার লক্ষ্য নয়।
যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না
সেটাই তো তোমার লক্ষ্য।
আমি তোমাদের সফলতার জন্য একটি উক্তি দিচ্ছি,
আমার কাছে সফলতা মানে সময় এবং পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম।তুমি তোমার লক্ষ্য খুঁজে বের করো এবং পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করো তাহলে সফল তুমি হবেই।
কিন্তু সফলতার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে নয়তো তুমি সফল হতে পারবে না। সফলতার জন্য সময়, ধৈর্য আর পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম এবং কাজ করার প্রবল মনোভাব থাকতে হবে।
নিজেদের জীবন সুখময় করতে টাকার প্রয়োজনের পাশাপাশি পছন্দের কাজ করার প্রয়োজন হয়। কারণ তোমার টাকা থাকলেও তোমার অপছন্দনীয় কাজ তোমাকে প্রকৃত শান্তি দিতে পারেনা।
You must be logged in to post a comment.