আস্ত একটা ডিমকে কিভাবে না ভেঙ্গ বোতলে ঢোকাবেন

বন্ধুরা মজার একটা এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। একটা বড় ডিমকে ছোট  বোতলের মুখ দিয়ে না ভেঙ্গে কিভাবে ঢোকাবেন সেটা বলব।

এটার মাধ্যমে আপনি আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারবেন। তাছাড়া বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা ও জানতে পারবে। চলুন শুরু করা যাক..

এই এক্সপেরিমেন্টটি করার জন্য কিছু সামগ্রী প্রয়োজন হবে। যেগুলো সাবর ঘরে পাওয়া যায়। চলুন দেখে নেয় কি কি উপকরণ লাগবে।

প্রয়োজনীয় সামগ্রী:

  1. দুটি কাঁচের বোতল
  2. গরম পানি ও ঠান্ডা পানি
  3. সিদ্ধ ডিম
  4. দিয়াশলাই
  5.  কাগজ

বন্ধুরা উপরক্ত উপকরণগুলো সবার বাড়িতে আছে। উপকরণগুলো প্রস্তুত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাক। বন্ধুরা এক্সপেরিমেন্টটি আমরা দুটি পদ্ধতিতে করতে পারি।

পদ্ধতি-1:

1। প্রথমে কাঁচের বোতলে কিছু গরম পানি ঢেলে নিই।

2। তারপর কিছুক্ষন পর একটি একটি সিদ্ধ ডিম বোতলের মুখে বসিয়ে দিই।

3। তারপর বোতলটিকে একটি ঠান্ডা পানির পাত্রে বসিয়ে কিছুক্ষন রেখে দিই।

পদ্ধতি-2:

1। দিয়াশলাই দিয়ে একটি মোড়ানো কাগজে আগুন ধরিয়ে নিই।

2। তারপর কাগজটিকে কাঁচের বোতলের ভিতরে প্রবেশ করাই।

3। তারপর কিছুক্ষন পর একটি একটি সিদ্ধ ডিম বোতলের মুখে বসিয়ে দিই।

4। তারপর বোতলটিকে একটি ঠান্ডা পানির পাত্রে বসিয়ে কিছুক্ষন রেখে দিই।

ফলাফল:

বোতলটিকে কিছুক্ষন ঠান্ডা পানিতে রেখে দিলে আস্তে আস্তে ডিমটি বোতলের ভিতরে ঢুকতে থাকবে। তারপর হঠা্ৎ তড়িৎ গতিতে ডিমটি বোতলের ভিতরে ঢুকে যাবে।

বৈজ্ঞানিক ব্যাখ্যা:

বোতলে গরম পানি বা আগুন ঢোকানের ফলে বোতলের ভিতরের বাতাস বাইরে বেরিয়ে আসবে। এতে বোতলের ভিতরে বায়ু শূণ্যতা তৈরি হবে।

তারপর ডিমটি বোতলের মুখে রাখার ফলে বোতলের ভিতরে বাতাস প্র্রবেশ পথ বন্ধ হয়ে যাবে বাতাস ভিতরে প্রবেশ করতে পারবে না।

ফলে বাইরে থেকে ডিমের উপর চাপ প্রয়োগ করবে এবং ভিতর থেকে টানতে থাকবে। ফলে এক সময় ডিমটি ভিতরে ঢুকে যাবে।

সতর্কতা:

গরম পানি সাবধানে ব্যবহার করতে হবে যাবে গায়ে না লাগে। আগুন সাবধনতার সহিত ধরাহে হবে যাবে দূর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।

আশা করি এক্সপেরিমেন্টিটি আপনাদের ভালোলেগেছে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles