লেখালেখি করে সহজেই অনলাইনে টাকা আয়।

আপনাদের জন্য নিয়ে এলাম লেখালেখি করে টাকা আয় করার চমৎকার একটি ওয়েব সাইট যার মাধ্যমে অবসর সময়ে বাড়ীতে বসেই লেখালেখি করে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন।

অনলাইনে আয়:-

আপনি কি অনলাইন থেকে আয় করতে চাইছেন ? কিন্তু কিভাবে শুরু করবেন তা ভেবে পাচ্ছেন না?

তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম অনলাইনে কাজ করার একটি সেরা ওয়েব সাইট।
এই সাইটটি খুবই বিশ্বস্ত ও গ্রাহকদের খুব দ্রুত পেমেন্ট করে থাকে।

যেভাবে আয় করা শুরু করবেন:-

আজকাল স্মার্টফোন ইউজার এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখনকার যুগে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার কাছে স্মার্টফোন নেই।

যার ফলে পরিবর্তিত হচ্ছে মানুষের চাহিদা আর কাজ করার পদ্ধতি। এখন অনেকেই চায় অনলাইন থেকে টাকা উপার্জন করতে।
কিন্তু সঠিক গাইড লাইন না থাকায়, কিভাবে আয় করা শুরু করবেন তা বুঝতে পারছেন না।

আমি আজ একটি বাংলাদেশী ওয়েব সাইট সম্পর্কে কিছু তথ্য দিবো। যার মাধ্যমে আপনি প্রতি মাসে প্রায় ১০০০০-১৫০০০ টাকার মতো আনিং করতে পারবেন।

অনলাইনে আয় করার জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনটিই যথেষ্ট , প্রয়োজন শুধু সময় আর পরিশ্রমের। আজকাল টাইপিং এর মাধ্যমে টাকা আয় করার অনেক ওয়েব সাইট রয়েছে।

তাই টাইপিং এর যোগ্যতা থাকা দরকার। আর যেহেতু অনলাইন এর কাজ তাই আপনাকে নেট কানেক্টেড থাকতে হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে পড়ালেখার পাশাপাশি অনলাইনে কাজ শুরু করতে পারেন।

এতে হাত খরচের জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইতে হবে না। আপনি নিজেই আর্ন করতে পারবেন।

আর টাইপিং এর কাজের মাধ্যমে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যা ভবিষ্যতে কোনো না কোনো উপকারে আসবে।
আপনি অবসর সময়ে অনলাইনে  কাজ করে মোটামুটি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন।

টাইপিং এর কাজ করার জন্য আপনাকে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে এবং অজানা বিষয় জানতে হবে।

ওয়েব সাইট সম্পর্কে বিস্তারিত:-

আজকে আমি আপনাদেরকে যে ওয়েব সাইট সম্পর্কে জানাতে চলেছি তা হলো "জে-আইটি আর্নিং" । এটি একটি বাংলাদেশী ওয়েব সাইট।

আপনারা আর্টিকেল লিখে সহজেই এখান থেকে প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারেন। এই ওয়েব সাইটে আয় করার অনেক অপশন রয়েছে।

তাছাড়া এই ওয়েব সাইটটি বিকাশ ও নগদ এর মাধ্যমে গ্রাহকদের পেমেন্ট করে থাকে। জে আইটি আর্নিং এ ইউনিক আর্টিকেল লিখার মাধ্যমে আর্ন করা যায়।

এখানে কাজ করতে হলে আপনাকে এই ওয়েব সাইটের সকল শর্তাবলী মেনে চলতে হবে।

আপনি যদি কপিরাইট অর্থাৎ অন্য কারো আর্টিকেল কপি করেন বা অন্যান্য কোনো মাধ্যম থেকে কপি করে আর্টিকেল লিখেন তাহলে আপনার লেখা পাবলিশিং করা হবে না।

এই সাইটটি মূলত আর্টিকেলের ভিউজ অনুযায়ী টাকা পেমেন্ট করে। যার ফলে আপনার আর্টিকেলের ভিউয়ার এর সংখ্যা বেশি হলে আপনার একাউন্টে টাকার পরিমাণ বাড়তে থাকবে।

তবে আর্টিকেল টি ইউনিক না হলে তা পাবলিশ হবে না। তাই অন্যান্য আর্টিকেল পরে যোগ্যতা অর্জন করে তারপর নিজে নিজে আর্টিকেল লিখার চেষ্টা করতে হবে। আর চেষ্টা করলে সব সম্ভব।

জে আইটি আর্নিং এ এখন অনেকেই রেজিস্ট্রেশন করেছে এবং ভালো পরিমাণ টাকাও আর্ন‌ করছে। আপনি চাইলে এখানে বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়তে পারেন।

কম্পিউটার অথবা স্মার্টফোন দিয়ে জে-আইটি আর্নিং প্রোগ্রাম এ কাজ করতে পারেন। আপনি সঠিক ভাবে কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন।

জে আইটিটে কাজ করতে হলে ইউনিক ট্রপিক গুলো বাছাই করে আর্টিকেল লিখতে হবে। যেই টপিক গুলো পড়তে পাঠকরা আগ্রহী সেই ধরনের ট্রপিক লিখতে হবে ।

যার ফলে আপনার আর্টিকেলে বেশি ভিউজ আসবে এবং টাকার পরিমাণ বাড়বে। বেশী ভিউজ বাড়ানোর জন্য আপনার আর্টিকেলটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বন্ধুদের শেয়ার করতে পারেন।

যেভাবে একাউন্ট তৈরি করবেন:-

প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা স্মার্টফোন এর যেকোনো ব্রাউজার সিলেক্ট করবেন। তারপর সার্চ বাটনে প্রেস করে বাংলায় লিখবেন "জে আইটি আর্নিং প্রোগ্রাম"  

তারপর স্ক্রিন এ অনেক গুলো লিঙ্ক চলে আসবে। লিঙ্ক এ ক্লিক করে সামনে লগইন নামক অপসন চলে আসবে। যেহেতু আপনি নতুন একাউন্ট তৈরি করবেন তাই ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করবেন।

তারপর আপনার নাম, জি-মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টটি  তৈরি করে নিবেন। পুনরায় জি-মেইল ও পাসওয়ার্ড দিয়ে আইডি লগইন করবেন।

একাউন্টে প্রবেশ করার সাথে সাথেই আপনি বোনাস হিসেবে ১০ টাকা পেয়ে যাবেন।
উপরের দিকে উঠলে আপনি সেটিংস
সহ বিভিন্ন এক্টিভিটি দেখতে পাবেন এবং আপনার প্রোফাইল সহ ব্যক্তিগত তথ্য নিজে কন্ট্রোল করতে পারবেন।

জে আইটি আর্নিং প্রোগ্রাম এ যেসব বিষয় নিয়ে আর্টিকেল লিখতে পারবেন:-

অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং।

অনলাইন ব্যবসা, ই-কমার্স , কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার।

সিম কার্ড অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, লোন বা ডোনেশন, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স।

আইন, মর্গেজ, নোটারী, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাইন্স ও সাকসেস স্টোরি। 

আপনি যদি উল্লেখিত  টপিক ছাড়া কোন অন্য কোনো ক্যাটাগরিতে লিখেন তাহলে আপনার একাউন্টে পে পার ভিউ হিসাবে কোন টাকা জমা হবে না। 

যেভাবে আর্টিকেল লিখবেন:-

আপনি আপনার একাউন্টে লগইন করার পর এড আর্টিকেল নামে একটি অপশন দেখতে পাবেন। এড আর্টিকেলে ক্লিক করবেন।

তারপর স্ক্রিন নিচের দিকে গেলে এড টাইটেল, সামারি এবং আর্টিকেল সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন। আর্টিকেল সম্পর্কে অতিরিক্ত তথ্য যুক্ত করতে কিংবা আর্টিকেল কে ইউনিক করতে ছবি যুক্ত করতে পারবেন।

ইউনিক ছবি তৈরির জন্য ওয়েব সাইটে কিছু আর্টিকেল বা ভিডিও রয়েছে। আপনি চাইলে সেখান থেকে আইডিয়া নিয়ে নিজে পেইজ ডিজাইন করতে পারেন।

স্মার্টফোন ইউজাররা  পেইজ ডিজাইন এর জন্য বিভিন্ন ইডিট এপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

আর্টিকেল লিখার শেষে একটি ফিচার ইমেজ যুক্ত করে সাবমিট করবেন। আপনার আর্টিকেল টি যিনি মূল্যায়ন করবে তাকে উদ্দেশ্য করে কিছু বলার সুযোগ রয়েছে।

আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে:-

  • আপনার লেখা আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল ওয়েব সাইটে প্রকাশ করা হবে না।
  • আপনাকে কমপক্ষে 400 ওয়ার্ড এর আর্টিকেল লিখতে হবে।
  • প্রয়োজনীয় ক্ষেত্রে স্ক্রিনসট ব্যবহার করতে পারবেন।
  • আপনার আর্টিকেল এ একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে পারবেন।
  • আর্টিকেলটি অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে।

রেফার করে বাড়তি আয়:-

জে আইটির বিশেষ সুবিধা হলো রেফার করে আয় করা। আপনি রেফার করে গ্রাহকদের জে আইটি আর্নিং প্রোগ্রাম এ যুক্ত করতে পারেন।

যার ফলে রেফারকৃত সদস্যদের আয় থেকে বোনাস হিসেবে কিছু বাড়তি টাকা আজীবন পেতে থাকবেন। রেফার করতে রেফারেন্স অপসনে ক্লিক করবেন।

একটু নিচে একটা রেফার লিঙ্ক দেখতে পাবেন। ঐ লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা আপনার বন্ধুদের শেয়ার করে টাকা আয় করতে পারবেন।

কিভাবে টাকা উইথড্রো দিবেন:-

এটি একটি বাংলাদেশী সাইট তাই আপনারা সহজেই বিকাশ অথবা নগদ এর মাধ্যমে টাকা উইথড্রো দিতে পারবেন। উইড্রো দেওয়ার জন্য প্রথমে আপনি সেটিং এ প্রবেশ করবেন।

তারপর একটি উইড্রো নাম্বার যোগ করবেন। আপনি চাইলে একটি প্রোফাইল পিকচার যুক্ত করতে পারবেন। উইড্রোর জন্য নাম্বার দিয়ে টাকার এমাউন্ট নির্ধারণ করে উইড্রো অপসানে ক্লিক করে ১০-১২ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন।

এই সাইটটির আরেকটি সুবিধা হলো ২০ টাকা হলেই মোবাইল রিচার্জ এবং ১০০ টাকা হলেই বিকাশ অথবা নগদ দিয়ে টাকা তুলতে পারবেন।

আসা করি জে আইটি আর্নিং প্রোগ্রাম সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Mamun Talukder - Mar 11, 2022, 1:55 PM - Add Reply

Amazing

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles