কলস কাঠির রহস্যময় শিব মন্দিরের দীঘি।

কলসকাঠির রহস্যময় শিব মন্দিরের দীঘি.. বলা যায় প্রাচীনকালের একটা সময়ে এই দীঘি খুবই একটা রহস্যময় দীঘি ছিল। দীঘিটি নিয়ে রয়েছে অনেক লোকের অনেক মন্তব্য।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

শোনা যায় বেশ কয়েক বছর পূর্বে এই দীঘির পাশে গড়ে উঠেছিল শিব মন্দির এবং শিব লিঙ্গটি বেশ বড় সাথে ছিল শ্বেত পাথরের সাদা গরুর।

মন্দিরকে কেন্দ্র করেই দীঘির যত রহস্য। এমন একটা সময় ছিল যখন হিন্দু ধর্মলম্বিদের শিবপূজা হতো তখন গ্রামের সবাইকে খাওয়ানো হতো।

এই রীতি চলমান ছিল সাথে যখন প্রায় পাঁচশ ছয়শ লোক খাওয়ানো সাথে রান্নার সামগ্রী এত অনেক বড় আয়োজন ছিল শোনা যায়,

এইসব সামগ্রী এই দীঘি থেকে ভেসে উঠতো ( কাসার থাল, বাটি,রান্না সামগ্রী)এবং পূজার ঠিক আয়োজন শেষে তা ফেরত দেওয়া হতো।

কিন্তু রীতির চলমান অবস্থা প্রতিবছর চলতে থাকলেও এই রীতির সম্পূর্ন বন্ধ হয়ে যায়। গ্রামের লোকের কাছে শোনা যায় একটা সময় নাকি সকল আয়োজন শেষে সবাই সামগ্রী দীঘিতে ফেরত দিলেও এক ব্যক্তি কিছু সামগ্রী ফেরত দেয় নি।

তাকে অনেকবার স্বপ্নদেশের মাধ্যমে ফেরত দিতে বলা হলেও তা ফেরত দেয় নি তিনি। এক পর্যায়ে সেই ব্যাক্তির মৃত্যু ঘটে গ্রামের সবচেয়ে বিখ্যাত শিব মন্দির এবং রহস্যময় দীঘি এটি।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ