আপনি কি জানেন ইস্তেগফারের দ্বারা কি কি লাভ হয়? না জানেন না, জানলেও ভালো ভাবে জানার জন্য পড়ে নিন এবং আজই এখন থেকেই শুরু করুন -
০১. গুনাহ মাফ হয়ে যায়।
০২. বালা-মুসিবত দূর হয়।
০৩. রিজিক প্রশস্ত হয়।
০৪. পরিবারে শান্তি আসে।
০৫. শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পায়।
০৬. হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়।
০৭. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়।
০৮. চিন্তা-পেরেশানি দূর হয়।
০৯. রহমতের বৃষ্টি বর্ষিত হয়।
১০. সুসন্তান লাভ হয়।
১১. নদী-নালা প্রবাহিত হয়।
১২. সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়।
১৩. আজাব-গজব থেকে রক্ষা পাওয়া যায়।
১৪. মুস্তজাবুদ দাওয়ার গুণ অর্জন হয় (অর্থাৎ, ইস্তেগফার পাঠকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তায়ালা তা কবুল করবেন)।
১৫. পরকালে জান্নাত লাভ হয়।
ক্ষমা ও জান্নাতের জন্য আল্লাহ আমাদের সবাইকে ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমীন।।
[সূত্র: সূরা হুদ ৫২ | সূরা আনফাল ৩৩ | সূরা নূহ ১০-১২ | সূরা হুদ ৩ | সুনানে আবু দাউদ | মসুনানে নাসাই]
শুভ কামনা রইল জে আইটির সকল লিখকদের প্রতি৷
You must be logged in to post a comment.